আমি কয়েকদিন হল ওয়ার্ডপ্রেস ব্যবহার শুরু করেছি। আগে ওয়ার্ডপ্রেস.কম এ টুকটাক ব্লগ লিখতাম। সেখানে ত কোন বাংলা সমস্যা ছিল না। কিন্তু এখন ডোমেইন-হস্টিং নেয়ার পর যখন আমার ডোমেইন এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করলাম (ওয়ার্ডপ্রেস ভার্সন ৩.২.১) তখন বাংলার সমস্যা দেখা দিল। অনেক খোঁজাখুঁজি করে দেখলাম bn_BD.mo and bn_BD.po সংক্রান্ত অনেক পোস্ট। সেগুল পরলাম অ্যান্ড অ্যাপ্লাই করলাম। এখন আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বাংলায় দেখায়। কিন্তু এখন যেটা হচ্ছে সমস্যা সেটা হল, আমি যখন কোন বাংলায় পোস্ট করি তখন সেটা ???? ???? ???? দেখায়। অনেক চেস্টা করেও কিছু করতে পারলাম না। আশাকরি একটা সলুতিওন দেবেন।
ধন্যবাদ। 😉
শাওন
lyricslab.gmsujon.com (author)
আমি মেহেদী হাসান শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলোজি + ❤ = আমি
ডাটাবেজের এনকোডিং ইউনিকোডে দিতে হবে।