আমি Adobe Flash দিয়ে যখন gif format এ ছবি পাব্লিশ করি তখন ছবির রেজুলেশন একেবারে খারাপ হয়ে যায় ... মানে ছবিটা ঘোলা হয়ে যায় । আমি কিভাবে একদম মুল ছবির মত ছবি gif format এ পাব ? কেও জানলে এক্টু হেল্প করেন ...
আমি ইকরামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@ইকরামা: আসলে আমরা দেখি ৩২ বিট (১৬ মিলিয়ন) কালারে, এক্সপোর্ট করার পর সেটা ৮ বিট (২৫৬) রঙ্গে পরিণত হয়। আমার ফটোশপ নিয়ে সেরকম ধারণা নেই। তবে PNG তো GIF এর চেয়ে অনেক ভালো ট্রানস্পারেস্নী দেয়, ফ্রেম আকারে এক্সপোর্ট করে দেখেন কি হয়। সঠিক সমাধান দিতে পারলামনা বলে দুঃখিত। টেকটিউনসে ফটোশপ চেইন টিউনার মিঠু ভাইকে বলেন, উনি ভালো সমাধান দিতে পারবেন 🙂
@মিনহাজুল হক শাওন: আসলে আমার সমস্যাটা ফোটোশপ এ না … আমি ফোটোশপ দিয়েই কাজটা করে যাচ্ছি … কিন্তু কাজটা ফ্ল্যাস এ করা ফোটোশপ থেকে অনেক সহজ … ফ্ল্যাস এর gif এর জন্য করতেপাচ্ছি না 🙁
আমার জানামতে ফ্ল্যাশ দিয়ে gif করলে অতটা ভাল কালার পাবেন না। animation হিসেবে ব্যাবহার করতে চাইলে swf হিসেবে ব্যাবহার করুন। আশা করি ভাল কাজ করতে পারবেন। ভাল থাকবেন।
@ইকরামা: @ কি যে বলেন ভাই। আজকাল joss joss যেইসব ad ওয়েবসাইট এ use হচ্ছে সব ই ফ্ল্যাশ swf দিয়ে করা। এখনও gif নিয়া ভাবলে হবে? swf নিয়ে এগিয়ে চলেন। ভাল কাজ করতে পারবেন। বেস্ট অফ লাক। ভাল থাকবেন।
GIF মানেই কম রঙের (২৫৬টা রঙ) ছবি। আপনি PNG ট্রাই করেন।