আমার ২ টা বিষয়ে সাহায্য দরকার...প্লিজ সাহায্য করবেন
১. আমি একটি ডোমেইন রেজিস্টার করব।
http://www.yourdomain.com.bd অর্থ্যাৎ (.com.bd) ডোমেইন কিভাবে,কোথা থেকে রেজিস্টার করব। কোন প্রতিষ্ঠান সবচেয়ে নির্ভরযোগ্য জানাবেন প্লিজ।
২. আমি মূলত একটা গল্প-কবিতা ব্লগ খুলতে চাই। যেখানে সবাই রেজিস্টার করে তাদের স্বরচিত গল্প কবিতা পোস্ট করতে পারবে।
টেকটিউনস, টেকটুইটস এ যে রকম সাইন আপ, লগইন, ব্লগিং করার সিস্টেম রয়েছে , সেরকম চাই।
এটা কিভাবে করব?
আমি সাহিত্য মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার আস্থাঃ সোচিপহোস্ট।কোনো সমস্যা হলে লাইভ চ্যাটে সাহায্য নিতে পারেন।