১ম প্রশ্নঃ আমি কম্পিউটার অন করার পর কোন কাজ করা অবস্থায় ১৫ মিনিট পর সকল কাজ বন্ধ হয়ে যায়। অথ্যাৎ সকল প্রোগ্রাম চলে যায়। আবার চালূ করার পর আবার ১৫ মিনিট পর সকল চলন্ত প্রোগ্রাম চলে যায়। আমি জানি আমার কম্পিউটারের ভাইরাস আছে। এর থেকে বাচাঁর উপায় কী?
২য় প্রশ্নঃ উইন্ডোজ ৭এ উইন্ডোজ দেওয়ার সময় যে ভাষা দেয়া হয়েছিল (সিলেক্ট করা) সে ভাষা এখন উইন্ডোজ দেওয়া ছাড়া পরিবর্তন করা যাবে কিনা ? যদি যায় তাহলে কিভাবে?
আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সমাধান – ১ :: ভাইরাস আর সমস্যা সমাধানের জন্য Norton 360 Antivirus টা ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো ও কার্যকরী
সমাধান – ২ :: ভাষা পরিবর্তন করার জন্য Control Panel এর Clock, Reasons & Language থেকে Language পরিবর্তন করে নিন।