Adobe Photoshop নিয়ে আমি বেশ কিছু অসুবিধায় পড়েছি। কোন ভাবেই কূল কিনারা করতে পারছি না। তাই সাহায্য চাই।
Adobe Photoshop এক্সপার্টদের নিকট থেকে এই বিষয়ে পোস্ট আশা করছি।
* Scanner দিয়ে Scan করা ছবি Adobe Photoshop দিয়ে কি ভাবে এডিট করে সর্বোচ্চ মান দেব? কতটুকু Digital মান পাওয়া সম্ভব?
* Camera দিয়ে তোলা ছবি কে কিভাবে Cartoon করা যাবে? তাহলে logo ডিজাইন করা অনেক সুবিধা হত। Camera দিয়ে সাবজেক্ট এর ছবি তুলে logo করা যেতো।
* হাতে পেন্সিল এ আঁকা ছবি Scanner দিয়ে Scan করে কিভাবে ডিজিটাল করব? উদাহরন হিসেবে আমি পত্রিকায় প্রকাশিত কমিকস/কার্টুন গুলোর কথা বলতে পারি।
Example:
* Adobe Photoshop নিয়ে lynda.com ছাড়া আর কোথায় ভাল lesson পাব?
ধন্যবাদ
আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম
আমি Carnivore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার শেষ প্রশ্নের জন্য… http://www.bigganprojukti.com/post-id/2718
শুভ কামনা রইল।