DIIT Vs New Horizon. Web Designing শেখার জন্য কোন প্রতিষ্ঠানের মান ভাল?
প্রিয় টেকটিউনারগন, আপনাদের কাছে আমি একটি বিষয়ে মতামত জানতে এই পোস্টটি করছি। পোস্ট এর বিষয় ইতোমধ্যে টাইটেল এ দেখেছেন নিশ্চয়, তাই আপনাদের মতামত জানাতে অনুরোধ করছি।
আমি আমার পূর্ববর্তী পোস্ট এ জানতে চেয়েছিলাম ওয়েব ডিজাইনিং শেখার জন্য ভাল প্রতিষ্ঠান কি আছে? অনেকে আমাকে DIIT সাজেস্ট করেছে আবার অনেকে New Horizon এর কথা বলেছে। আবার অনেকেই বলেছে দুইটার কোনটাই ভালো নয়।
Cons about New Horizon
কোর্স ফি অনেক বেশি সাড়ে ৫ মাসের CIW কোর্স ও PHP and SQL কোর্স মিলিত ভাবে ৩৫,০০০ টাকা।
* তারা বলেছে ১৮০ ঘন্টা ক্লাস করাবে তাই কোর্স এর মান ভাল হলে আমার ভর্তি হতে আপত্তি নেই। প্রশ্নটি হচ্ছে, কোর্স এর মান কেমন?
Cons about Daffodil Institute of IT (DIIT)
কোর্স ফি ১০,০০০ কিন্তু সাপ্তাহে ৪ ঘন্টা করে ৪ মাসে ৬৪ ঘন্টা ক্লাস করাবে। ফেসবুকে আমার সাথে পরিচিত একজন বলেছেন DIIT এ ক্লাসই হয়না। উনি এই কোর্স করে খুব একটা স্যাটিসফাইড নন।
তাই আপনাদের কাছে জানতে চাইছি তুলানামূলক ভাবে Web Designing শেখার জন্য কোন প্রতিষ্ঠানটি ভাল হবে? কোন প্রতিষ্ঠানের মান ভাল?
আমি billi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি Web Surfing করতে।
According 2 me “Self learning is the best learning”
I also support Ur FB person about DIIT training. Don’t dare to go there.
New horizion is a good center to learn good knowledge.
But I Internet is the best place to learn anything that U wish.
So I recommend U to built Ur basic strong knowledge via Internet and then visit NIIT or IT bangla or New Horizion as U wish for higher knowledge.
Thanks..