ডোমেন ও হোষ্টিংয়ের ব্যবসা করতে চাই

টেক টিউন বন্ধুরা কেমন আছো, সবাই সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এই টেক টিউন গুন কির্তন করে টেকটিউনকে ছোট করতে চাই না। তবে এটুকু বলব, টেক টিউনে আমি শুধু শিখিই নি বরং নিজেকে গড়েছি।
যখনই সহযোগীতার প্রয়োজন হয়েছে তখনই টি.টি কে মনে পড়েছে।
অসংখ্য হেল্প পেয়েছি।
আজ অরেকটি বিষয়ে হেল্প নিতে এসেছি।বড় বড় টিউনাররা জানি আজো আমায় ফিরিয়ে দিবে না।

আমি ডোমেন ও হোষ্টিংয়ের ব্যবসা করতে চাই। এজন্য আমার কি পরিমান বাজেট নিয়ে ব্যবসায় নামতে হবে? কোন কোন বিষয়ে ভাল অভিজ্ঞতা নিতে হবে? কাষ্টমারদের বেষ্ট সার্ভিস দেয়ার জন্য কিকি বিষয় লক্ষ্য রাখতে হবে। শুনেছি একটি ইন্টারনেশনাল একাউন্ট থাকতে হবে। কিভাবে সহজেই এরকম একটি ব্যাংক একাউন্ট পাওয়া যাবে আমাকে জানাবেন।

আমার বিশ্বাস, আরো অনেকেই আমার পাশাপাশি এগুলো জেনে উপকৃত হবে। তাই ডোমেন ও হোষ্টিং সেবা দানকারী প্রতিষ্টান বা এ বিষয়ে অভিজ্ঞরা আমাকে দয়া করে হেল্প করবেন।

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডোমেন ও হোষ্টিংয় কিন্তে চাই আপনার কাছে।

Level 0

যদি বাংলাদেশের বাইরে মানে গ্লোবালী ব্যাবসা করতে চান তাহলে িইন্টারন্যাশনালি সাপোর্টেড ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে যার মাধ্যমে ক্রেতা টাকা পাঠাবে।অথবা পেপাল এলার্টপে মানিবুকার্কস যেটা সম্ভব সেটার মাধ্যমে।দেশের ভিতর করলে ইচ্ছেমত একটা ব্যাঙ্ক একাউন্ট করলেই হবে।ডাচ বাংলা দেখতে পারেন। আর ডোমেইন ব্যাবসা সহজ কিন্ত যত সমস্যা হোস্টিং নিয়েই।আপনার হোস্টিং নিয়ে আভিজ্ঞতা জানান তাহলে আরো কিছু বলতে পারব। আপনি কি রিসেলার প্যাকেজ কিনে ব্যাবসা করবেন নাকি নিজের সার্ভার তৈরী করবেন ? ভেবে দেখুন।সার্ভার তৈরী করা এবং ওল্টাইম রানিং এর উপর রাখা মানে একটি মানুষকে চালানো থেকেও কঠিন কাজ এবং ব্যায়বহুল।আর সাইট ডিজাইনিং করার কথা তো বাদই দিলাম। আর কাস্টমার সন্তূস্ট রাখার একটাই মূলম্নত্র অল্টাইম সার্বার আপ এবং ফাস্ট সার্ভিসিং।পাশাপাশি আপনার হোস্টিং স্পেস তো আছেই।
যাইহোক আপনি বোধয় নত্নন।আমি পরামর্শ করব আগে আপনি বিভিন্ন বাজারের বিভিন্ন হোস্টিং সার্ভিসগুলো দেখুন এবং জানুন এবং বাজেট কম্পেয়ার করুন।