ওয়ার্ডপ্রেসে করা ব্লগে ব্লগারের তথ্য

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ! আজ ওয়ার্ডপ্রেস বিষয়ক একটি সাহয্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।  ওয়ার্ডপ্রেসে দিয়ে তৈরি করা বাংলা ব্লগে ব্লগারের তথ্য নিচের স্ক্রীনশটের মত দেখাতে চাই।

wordpress

ওয়ার্ডপ্রেস বিশেষজ্ঞ ভাইয়েরা একটু নজর দিন।

Level 0

আমি এটুজেড ভিশন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন প্লাগীন বা সহজ পদ্ধতি আমার জানা নেই। টেমপ্লেট মডিফাই করে হবে। আপনি পিএইচপি জানলে ওয়ার্ডপ্রেসের কিছু ফাংশন এবং ডাটাবেজ কুয়েরি এর মাধ্যমে এটা করে নিতে পারেন।

    @আদনান: পিএইচপি হালকা পারি। কিন্তু এতো বেশি এক্সপার্ট হয়নি। এজন্যই পোস্ট দেয়া।

আপনারকি mySQL কমান্ড সম্পর্কে ধারনা আছে। এক্ষ্রত্রে সেগুলোই ব্যবহার করতে হবে। ওয়ার্ডপ্রেস কোডেক্সে $wpdb সম্পর্কে দেখে নিন। আর টিউনের বিভাগ চেঞ্জ করে সাহায্য দিন।

Level 0

go..go..