আমি ভোটার হয়েছি গত বছর। আমি আমার ভোটার আইডি কার্ডের জন্য গত বছর নির্ধারিত দিনে এলাকার নির্ধারিত কেন্দ্রে গিয়ে ফটো তুলেছি, Finger print দিয়েছি। কিনতু এখনও Voter ID card পেলাম না। কিনতু আমার এটা খুবই প্রয়োজন। একটি ব্যাংক একাউন্ট খোলার জন্য এবং পরবর্তীতে MoneyBookers থেকে টাকা ব্যাংকে আনার জন্য এটা খুবই দরকার। আমি কিভাবে urgently voter ID card পেতে পারি? কেউ জানাবেন কি? আমার জানা খুবই প্রয়োজন। Please help me.
আমি সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যাংক একাউন্ট খোলার জন্য pasport হবে, driving licn হবে , Voter id জন্য http://www.ecs.gov.bd/Bangla/FieldOffAddrBng.php যেয়ে phone দিন ।