আমি গেম খেলতে খুব পছন্দ করি। আমার কম্পিউটারের মাদার বোর্ড BIOSTAR জি-৩১ poccessor পেন্টিয়াম-৪ (2.66 Ghz), এবং রেম 2 gb, কিন্তু আমার এই মাদার বোর্ড এ, যে 256mb গ্রাফিক্স কার্ড আছে ,তা দিয়ে নতুন কোন গেম খেলা যায় না। তাই মাদার বোর্ড এর জন্য একটি গ্রাফিক্স কার্ড কিনতে চাই। কি ধরনের গ্রাফিক্স কার্ড কিনলে নতুন গেম গুলো খেলতে পারবো। সাথে দাম জানালে অনেক উপকৃত হব।
আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাজেট কত? দাম এক্সাক্ট বলতে পারবোনা। ৪০০০ হইলে এটিআই ৪৬৭০, ৫০০০এর মত হইলে ৫৪৫০, ৭০০০হইলে ৫৬৭০ যেকুনু একটা নিয়েন। নিলে স্যাফায়ার ভেন্ডরের নিবেন। আর পারলে এখানে একটু দেখে নিয়েন কোনটা কি ফিচার দেয় https://www.techtunes.io/hardware/tune-id/70970/