BIOSTAR জি-৩১ মাদার বোর্ড এর জন্য গ্রাফিক্স কার্ড কিনার বেপারে সাহায্য চাই।

 

আমি গেম খেলতে খুব পছন্দ করি।:):) আমার কম্পিউটারের মাদার বোর্ড BIOSTAR জি-৩১ poccessor পেন্টিয়াম-৪ (2.66 Ghz), এবং রেম 2 gb, কিন্তু আমার এই মাদার বোর্ড এ, যে 256mb গ্রাফিক্স কার্ড আছে ,তা দিয়ে নতুন কোন গেম খেলা যায় না।X(X(X( তাই মাদার বোর্ড এর জন্য একটি গ্রাফিক্স কার্ড কিনতে চাই। কি ধরনের গ্রাফিক্স কার্ড কিনলে নতুন গেম গুলো খেলতে পারবো। সাথে দাম জানালে অনেক উপকৃত হব।

Level 0

আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাজেট কত? দাম এক্সাক্ট বলতে পারবোনা। ৪০০০ হইলে এটিআই ৪৬৭০, ৫০০০এর মত হইলে ৫৪৫০, ৭০০০হইলে ৫৬৭০ যেকুনু একটা নিয়েন। নিলে স্যাফায়ার ভেন্ডরের নিবেন। আর পারলে এখানে একটু দেখে নিয়েন কোনটা কি ফিচার দেয় https://www.techtunes.io/hardware/tune-id/70970/

    Level 0

    আজকে বসুন্ধারা সিটিতে SAPPHIRE এটিআই ৫৪৫০ ddr3 ৫১২ mb – ৩৭০০/- এবং ১ gb ৪৭০০/- টাকা বলে।কিন্তু আমার মাদার বোর্ড ddr3 রান করবে কি? SAPPHIRE কি কোন ব্রান্ড এর নাম, না অন্য কিছু আরও বিস্তারিত জানালে অনেক উপকার হত।

      @Esshan: আপনাকে যে লিঙ্ক দিসি সেটা মনে হয় পড়েন নাই। “মাদারবোর্ড র‍্যামের সাথে গ্রাফিক্স কার্ডের সম্পর্ক নাই” মাদারবোর্ড ডিডিআর২ হলেই গ্রাফিক্স কার্ড ডিডিআর৫ চলবে।

দামটা যাচাই করে নিবেন,,, কারন, দোকানিরা এক দোকানে এক এক দাম বলে।

গ্রাফিক্স কার্ড যাই নেন না কেন, আপনার র‌্যাম টাও বাড়াতে হবে। এই র‌্যাম দিয়ে নতুন কোন গেম ভাল ভাবে চালাতে পারবেন না।

    @Hasan Sakib: ২জিবি র‍্যাম ভালোনা?? কন কি? আমার তো ১.৫ জিনি ছিল, সবই চলত

    @Hasan Sakib: আসলে খারাপ তা বলি নাই। ২জিবি তেও সমস্যা নাই। তবে খেলার কথা যখন আসছে তখন খেলে মজা পাওয়ার জন্য র‌্যাম টা বেশি থাকাটা আবশ্যক।

Level 0

বাজারে XFX এবং SAPPHIRE এই দুটি ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড এর মধ্যে কনটি ভাল।