আমি ইকরামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
personal টাকে না হয় সরালাম ।কিন্তু পাশাপাশি ২টা ফ্রী স্পেস তো আলাদা ভাবে থাকতে পারে না । তাই না ? তাহলে আমারটা আলাদা কি ভাবে হল ?আমি কয়েকবার ট্র্যায় করেছি । ফ্রী স্পেস গুলো একসাথে না হয়ে আলাদা আলাদা হয়ে যায় । সমস্যাটা বুঝতে পাচ্ছি না ।
@ইকরামা: ভাই যদি স্পেস দুইটা এক না হয় তাহলে হার্ডডিস্কে সমস্যা আছে। এভাবে অপারেটিং সিস্টেম চলাকালে হার্ডডিস্ক এর পার্টিশন এডিট করা উচিত না। ভালো হয় যদি লিনাক্স এর কোন একতা লাইভ সিডি যোগাড় করুন। অথবা একশো মেগার একটু বেশী ফ্রী পাওয়ারফুল পার্টিশন ম্যানেজার GParted ডাউনলোড করে সেটা দিয়ে কাজ করুন। ডিস্ক অবশ্যই চেক করে নিবেন। আর দরকারী তথ্য যা আগে পাওয়া যাবেনা সেগুলা ব্যাকআপ নিন। ভিডিও গান এসব থাক। ছবি, ডকুমেন্টস নিন।
@ইকরামা: সাধারণত সফটওয়্যার ডিস্ক চেক করে। তবে কোন সমস্যা যেন না থাকে সেজন্য উইন্ডোজ থেকে ডিস্ক চেক করে নেওয়া ভালো। উইন্ডোজ সেফ মুডে চালু করে কমান্ড দিন chkdsk /f C: chkdsk /f D: chkdsk /f E:
@মিনহাজুল হক শাওন: উইন্ডোজ সেফ মুডে চালু করে কমান্ড দিন .. সেফ মুড কি ? কোথায় আছে ? আমি w7 চালাচ্ছি । ভাইয়া আমার এই সম্পর্কে কম জানি 🙁 কোনো টিউটোরিয়াল থাকলে লিঙ্ক দেন প্লিজ ।
মাঝের যে পারতিতন আছে সেইটার ডাটা অন্য ড্রাইভ এ সরিয়ে নেন। তারপর সেটা মুছে ফেলুন। তাহলে তিনটা ফাকা স্পেস মিলে অনেকটা স্পেস হবে। সেটা দুইভাগে ভাগ করুন।