ল্যাপটপ এ উইন্ডোজ এক্সপি দেব কিভাবে?

আমার কাছে একটি ডেল ল্যাপটপ আছে। আমার এই ল্যাপটপটাতে আগে উইন্ডোজ এক্সপি দেওয়া ছিল। সেটা আমি দেই নাই কারন তখন আমি এক্সপি দিতে পারতাম না। পরে যদিও এক্সপি দেওয়া শিখেছি কিন্তু সেটা ডেস্কটপের জন্য প্রযোজ্য। যদিও আমার সেটা জানা ছিলনা। তাই আমার ঐ জ্ঞান দিয়েই একদিন আমার ল্যাপটপ এ উইন্ডোজ দিতে গেছিলাম কিন্তু কিছুতেই সফল হলাম না। পরে আমাকে অন্য একজন বলল যে ল্যাপটপ এর জন্য নাকি আলাদা সিডি দরকার হয়। কেউ কি আমাকে বলবেন ঐ স্পেশাল এক্সপির ডিস্কটা আমি কেমন করে পাব?
আমি আপাতত ঐ ল্যাপটপটাতে সেভন দিয়ে রাখছি কিন্তু সেভেনে কিছু সমস্যা হচ্ছে আমার এখন এক্সপি দেওয়া খুকই দরকার।
হেল্প প্লিজ।

Level 0

আমি abdus salam 120। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

je apnake bolche er jonno special CD proyojon mone hoy uni kokhono XP setup den nai.
Je kono XP cd die setup korte parben.tate o na hole cd ta change kore dekhte paren

    আপনি মনে হয় কোনদিন দেন নাই…

Level 0

নতুন laptop গুলো তে অনেক সময় xp support করে না so w7 better হবে!

amaro aki problem,amar vaio laptop,ami akdin teck e akta tune dekecilam,sekhane details cilo,but akhon r sei tune ti khuje pasci na,aapni sofol hole bolben.
amar email ad
"[email protected]"

ভাই আপনার ল্যাপটপ বোধহয় এইচপি/কম্প্যাক ব্রান্ডের। দয়া করে আপনার ল্যাপটপের মডেল জানান। এগুলোর জন্য আলাদা সিডি তৈরি করে নিতে হয়।

ওয়াহিদ ভাই আমারও একই সমস্যা আমার ল্যাপটপের মডেল হলো- HP COMPAQ Presario CQ42 ভাই জানাবেন কিন্তু প্লিজ।

আপনাদের জন্য সাটা রেইড ড্রাইভার সহ এক্সপি লাগবে… 🙂

সাটা রেইড ড্রাইভার সহ এক্সপির ডিস্ক আমি কোথায় পাব?

Laptop এ Windows 7 দেয়া সহজ। কিন্তু Windows XP দেয়া কঠিন। আবার ট্রিক্স খাটিয়ে XP দেয়া গেলেও ড্রাইভার পাওয়া যায় না। কেননা বেশীরভাগ Laptop এর সাথে Driver CD সাপ্লাই থাকেনা। কাজেই অনেকে Windows XP সেটআপ দিয়ে বিপদে যান Driver Problem এ। কজেই এক্সপার্ট না হলে Windows দেয়ার চেষ্টা না করাই ভাল।
ডেস্কটপের মতো লেপটপে XP দেয়া এতো সহজ নয়। আমি ৭ বৎসর যাবৎ Laptop এ Windows দিয়ে আসছি। কারো এমন Problem হলে আমার সাথে যোগাযোগ করেত পারেন।
ঠিকানাঃ http://www.facebook.com/ahadmia
Laptop এ Windows SetUP করে দেব।

    @আব্দুল আহাদ মিয়া: “আমি ৭ বৎসর যাবৎ Laptop এ Windows দিয়ে আসছি। কারো এমন Problem হলে আমার সাথে যোগাযোগ করেত পারেন।
    ঠিকানাঃ http://www.facebook.com/ahadmia
    Laptop এ Windows SetUP করে দেব।”
    তা ভাই Laptop এ Windows SetUP করে দিবেন ফ্রী নাকি মাগনা !! আপনারে ফেবু তে রেকুএস্ট পাটালাম।

Bios Menu Te Jeye SATA/Chiepset Configaration Theke IDE/NATIVE/Compitable Select Kore Save Korun. Oboshho Bios Menu Te Sata/Chiepset Configaration Mode Option Ti Thakte Hobe. Na Hole Hobe Na. Kono Kono Laptop E Thake R Kono Kono Tate Thake Na.