আমার কাছে একটি ডেল ল্যাপটপ আছে। আমার এই ল্যাপটপটাতে আগে উইন্ডোজ এক্সপি দেওয়া ছিল। সেটা আমি দেই নাই কারন তখন আমি এক্সপি দিতে পারতাম না। পরে যদিও এক্সপি দেওয়া শিখেছি কিন্তু সেটা ডেস্কটপের জন্য প্রযোজ্য। যদিও আমার সেটা জানা ছিলনা। তাই আমার ঐ জ্ঞান দিয়েই একদিন আমার ল্যাপটপ এ উইন্ডোজ দিতে গেছিলাম কিন্তু কিছুতেই সফল হলাম না। পরে আমাকে অন্য একজন বলল যে ল্যাপটপ এর জন্য নাকি আলাদা সিডি দরকার হয়। কেউ কি আমাকে বলবেন ঐ স্পেশাল এক্সপির ডিস্কটা আমি কেমন করে পাব?
আমি আপাতত ঐ ল্যাপটপটাতে সেভন দিয়ে রাখছি কিন্তু সেভেনে কিছু সমস্যা হচ্ছে আমার এখন এক্সপি দেওয়া খুকই দরকার।
হেল্প প্লিজ।
আমি abdus salam 120। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
je apnake bolche er jonno special CD proyojon mone hoy uni kokhono XP setup den nai.
Je kono XP cd die setup korte parben.tate o na hole cd ta change kore dekhte paren