অতীতে নকিয়া ২৬০০ ও ২৭০০ ক্লাসিক জাভা ফোন ব্যবহার করেছি |এখন একটা সিম্বিয়ান কিনতে চাই |কিন্তু কোনটা কিনবো ঠিক বুঝে উঠতে পারছিনা তাই এই পোস্টটা করছি |
অনেক গুতাগুতি করার পর Nokia E5-00, Nokia X5-01 সিলেক্ট করেছি |দুটোর ক্যামেরাই 5mp.কিন্তু পিকচার কোনটার ভালো সেটাই হচ্ছে কথা|এদিকে Nokia E5-00 এ জিপিএস আছে Nokia X5-01 এ নাই |এছাড়া বাকি ফিচার প্রায় একই |
এখন এই ২ টা ফোনের মধ্যে কোনটা কিনলে ভালো হবে সে বিষয়ে আপনাদের মতামত চাচ্ছি|
অনুগ্রহ করে কমেন্ট করবেন |
🙂
বি : দ্র:
এই সেট ২ টার কোননটাতে বেশি ভালো ছবি ওঠে ?
Series 60 release 3.2.3 এবং Series 60 3rd Edison এই ২ টার ভেতর পার্থক্য কী ?কোনটা বেশি আপডেটেড এবং কাজের ?
আমি শ্যাম সুন্দর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 222 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার মনে হয় সিম্বিয়ান না কিনে এন্ড্রয়েড কিনা ভাল। স্টার্টার্দের জন্য স্যামসাং গ্যালাক্সি পপটা এন্ড্রয়েড স্টার্টারদের জন্য ভাল মনে হয়। আমি ইউজ করি। জিপিএস একুরেট এবং সেন্সরগুলোও ভাল কাজ করে।