আমি একটা ওয়েবসাইট বানাতে চাই,যেখানে ৩ টে DROP DOWN MENU থেকে ৩ টে ডাটা ইনপুট করলে বাকি রেজাল্ট টা শো করবে. সোর্স ডাটা টা আমার কাছে এক্সেল ফরমাট এ আছে.
মানে কিছু PRODUCT এর PRICE LIST আছে. তাদের WEIGHT আর PACKING আর QUALITY টা DROP DOWN MENU থেকে SELECT করলে আমার EXCEL FILE থেকে ডাটা নিয়ে RESULT শো করবে .
এই পুরো ব্যাপার টা আমি এক্সেল এ বানাতে পেরেছি, কিন্তু ওয়েবসাইট এ কী ভাবে দেখাবো,সেটা জানা নেই.
আপনাদের কাছে সাহায্য প্রার্থী.
দয়া করে কেউ সাহায্য করূন প্লীজ় .
ধন্যবাদ.
আমি বিপাশা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 736 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সমস্যাটা ভালোভাবে বুঝি নাই! যা-ই হোক, Product ও weight সিলেক্ট করলে দাম প্রদর্শিত হবে – এটাই যদি উদ্দ্যেশ্য হয় এবং Product List যদি বেশি লম্বা হয় তবে database দিয়ে করলে ভালো হয়। আর Product List যদি ছোট হয় তবে সরাসরি Excel-এর মত table বানিয়ে পুরো তালিকা বসায়ে দিলেই হয়। দাম প্রদশর্নের আগে যদি হিসাব-নিকাশের ব্যাপার থাকে তবে Java Script ব্যবহার করা যেতে পারে।