এডসেন্স এর সাহায্য চাই

এডসেন্স এর ইনভেলেইড ক্লিক চেক করার কি কোনো টুল আছে ?মানে কে ইনভেলেড ক্লিক করলো তার আইপি চেক করার টুল । তার পর সেই আইপি কি ভাবে ব্লক করে এডসেন্স এর কাছে অভিযোগ করব ?আর একটা কথা এডসেন্স যে সাইট থেকে পেয়েছি সেই সাইটে যদি কোড না বসাই তাহলে কি কোনো সমস্যা হবে ?আর এডসেন্স পাবার পর কতদিন পর্যন্ত  কোড না বসিয়ে থাকতে পারব ? দয়াকরে জানাবেন ।

অটঃ অনেক কথা জিজ্ঞাসা করলাম ।অনেক দিন পর টিটি তে আস্তে পারলামতো তাই একবারে সব জেনে রাখতে চাই ।আবার কবে টিটি চলেযায় ঠিক নাই 🙁

ধন্যবাদ

Level New

আমি ইকরামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৩৬ বার দেখা হইছে কিন্তু কোনো মন্তব্য নাই ? 🙁

    # আপনার CTR বেড়ে গেলেই বুঝবেন ইনভেইলিড ক্লিক করছে। আইপি ব্লক করতে হয় হোস্টিং অথবা ডোমেইন প্যানেল থেকে। তারপরও কোনো সমস্যা মনে করলে যোগাযোগ করবেন। http://www.google.com/support/adsense/bin/request.py?contact_type=contact_policy
    #যে সাইট থেকে এডসেন্স পেয়েছেন সেখানে কোড না বসালে কোনো সমস্যা নাই। এডসেন্স পাবার কতদিন পর্যন্ত কোড না বসিয়ে থাকতে পারবেন এটা ঠিক বলতে পারলাম না। আমার পরিচিত একজন তার একাউন্ট এক্টিভ ছিল ২০০৮ থেকে উনি গত ৩ মাস আগে ওটা নিয়ে কাজ করছেন। তবে নতুন একাউন্টের কি করে সেটা বলতে পারছি না।
    ————————-
    আমার জ্ঞান এই পর্যন্তই, এর বেশি হেল্প করতে পারলাম না 🙁
    ————————-
    যারা মন্তব্য দেওয়ার মত, তারা এই মুহুর্তে বিজি আছেন 😛 উনারা বড় বড় কথা বলেন কিন্তু কাউকে সাহায্য করেন না যদি নিজের লাভ না থাকে। আমি টিটি প্রায় ছেড়ে দিয়েছিলাম। আপনি আমার ঐ পোস্টে কমেন্ট না করলে হয়ত আপনার এই সমস্যার কথা জানতে পারতাম না। আপনি এ ধরনের সমস্যা টিটি তে পোস্ট না করে সরাসরি এডসেন্স ফোরামে করবেন। কারন টিটিতে অনেকেই অনেক কিছু জানে না। যারা জানে তারা এখন আর নাই। https://www.google.com/adsense/support/

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আমি একজন নতুন ব্লগার। আমি আমার ব্লগা এ গুগল অ্যাডসেন্স ব্যাবহার করতে, গুগল এর কাছে আবেদন করলেন সেটা হচ্চে না. আমার মেল ১টা মেল করছে. কারো জানা থাকলে একটু হেলপ করেবন।
http://all4freeedownload.blogspot.com