ডিজিটাল ক্যামেরা ম্যানিয়াঃ ক্যানন এস এক্স ২১০ আই এস (canon sx 210 is) কিনবো, নাকি কিনবো না?

দীর্ঘদিন ধরে টাকা পয়সা জমিয়ে দেখি ধার সহ হয় সর্বোচ্চ ২৫০০০।
এখন , আমার দরকার গুলো হলঃ
১।ফটোগ্রাফির পেছনে দেয়ার মত সময় আমার নেই। অর্থ ও আপাতত নেই। ক্যামেরাটা চাই পকেটেবল।
২।শুধুই ট্যুর,ফ্যামিলি প্রোগ্রাম, আর টুকটাক কিছু শখের ছবি তোলার জন্য।

IDB তে এক দোকানে গিয়ে canon sx 210 is camera  টা দেখে ভালোই লাগলো। সুপারজুম অপ্টিক্যাল ১৪এক্স। 14.1 Mp। ৩" এলসিডি। digic 4 processor. বাজেটের মধ্যে।

এখন প্লিজ বলুন, কিনবো নাকি কিনবো না ?
আপনাদের কারো পরিচিত দোকান/ বেটার কোনো অপশন মাথায় থাকলে জানিয়ে দিন। পরশুদিন কিনবো।

<blockquote>এরকম সাহায্য/জিজ্ঞাসা জাতীয় পোস্ট "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে পোস্ট করুন, মডারেটর কর্তৃক বিভাগ পরিবর্তন করে দেয়া হলো... - মডারেটর</blockquote>

Level 0

আমি biobot। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

You can take a look here for camera price-
http://www.bdstall.com/searchItemListingByCategory/index/15/

ভাই, বাজেট আর অল্প কিছু(২-১ হাজার) বাড়াইতে পারলে এইটা দেইখেন http://imaging.nikon.com/lineup/coolpix/performance/p100/ সেই রকম জিনিস ! 🙂

Nikon, Canon, Sony, Panasonic যাই নেন না কেন চেষ্টা করবেন Made In Japan নেয়ার জন্য। কারন আমদের দেশে যে China product গুলো আসে এগুলোর মান নিন্ম মানের। জাপান আর চায়না এর মাঝে আকাশ পাতাল তফাত। জাপানি জিনিস missuse না করলে সহজে নষ্ট হয়না, অনেক দিন টিকে সাথে একই মডেল এর চায়না এর চেয়ে জাপানি ক্যামেরার ছবি প্রিন্ট করলে কিছুটা ভাল আসে। বিশেষ করে একি settings এ একই মডেল এর জাপানি ক্যামেরা অন্ধকারে ফ্ল্যাশ এ চায়না এর চেয়ে উজ্জ্বল ছবি দেয়। কিন্তু ছবিকে অতিরিক্ত সাদা করে নষ্ট করেনা। তাছারা জাপানি ক্যামেরা দীর্ঘক্ষণ ব্যাবহার করার পর ও চায়না এর চেয়ে তুলনামুলক কম গরম হয়। ব্যাটারি কিছুটা কম শোষণ করে। এগুলো আমার নিজের অভিজ্ঞতা প্লাস আমার এক ফটোগ্রাফার ভাইয়া জিনি নিজে UK তে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন তার থেকে নেয়া। উনি নিজে বলেন তিনি বিভিন্ন দেশের তৈরি অনেক উন্নতমানের ক্যামেরা ব্যাবহার করেছেন তবে জাপানি ক্যামেরার মত এত high sensitivity কোথাও দেখেননি। তার মতে চায়না ছারা অন্যান্য সব দেশের ক্যামেরা যথেষ্ট ভাল এবং গুনগত মানসম্মত। তবে অন্যান্য technology এর মত Japan ক্যামেরা তেও এককদম এগিয়ে আছে। আমরা অনেকেই শুনেছি Carl Zeiss Optics এর lens এর ছবি অনেক ভাল আসে এবং এই লেঞ্চের চাহিদা বেরে যাওয়াই অন্যান্য দেশের মত জাপান ও তাদের ক্যামেরা তে আই লেঞ্চ ব্যাবহার করতো। যদিও বা লেঞ্চ টি Germany জন্ম দেয়। কিন্তু সূর্যোদয় এর দেশ জাপান ভাবল lence কে কিভাবে আরও উন্নত করা যায়। তাদের কিছু করা উচিৎ তাই তারা দীর্ঘ গবেষণার পর এইবার ও সাফল্য পেল। নিয়ে আসল "Sony G Lens" যেটি "Carl Zeiss Optics" এর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে। সনি lens টিকে নিয়ে আরও গবেষণার করে অনেক দূর এগিয়ে গেছে তারা আসা করছে তাদের পরবর্তী update lens টি আরও আনেক গুন ভাল ছবি ধারন করতে সক্ষম হবে।

আমি নিজেও আমার সখের ফটো তোলার জন্য কিনা DSC-HX5V "Made In China" টি sale করে same model er "Made In Japan" নিয়েছি।

কারন চায়না জাপান এর তফাত বুঝার পর আমার আর আমার বন্ধুর ক্যামেরা পাশাপাশি একি mode(settings) এ রেখে ২ টি ২ টি ৪ টি ফটো তুলে দেখি একদম একি ফটো এসেছে। কিন্তু যখন বড় করে প্রিন্ট করালাম তখনি ধরা পড়ল আসল বেপারটি। কারন ছবি বড় করার পর দেখা গেল আমার চেয়ে আমার বন্ধুর ছবি টি উজ্জ্বল, sharpness ও কিছুটা better. overall পাশাপাশি রাখলে যে কেও বলছে আমার টি সুন্দর কিন্তু বন্ধুর থেকে কম সুন্দর। আরও অনেক কিছুই জানি জাপান মামার কারবারি সম্পর্কে। আর বেশি কিছু লিখলাম না। দেখি পরবর্তীতে এরকম একটি ছোটখাট tune করা যাই কিনা?
ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি ও জাপানিটাই কিনবো। থ্যাংকু।
এই ব্যাপারে আরো ডিটেইলসে পোষ্ট আশা করছি।

Level 0

আর নিকন পি ১০০ অলরেডি আমার লিস্টে আছে।থ্যাংকু।

Level 0

ভাই এখন র চায়না জাপান বেপার নাহ। জাপান পার্টস বানায়, চায়না শুদু ফিট করে