দীর্ঘদিন ধরে টাকা পয়সা জমিয়ে দেখি ধার সহ হয় সর্বোচ্চ ২৫০০০।
এখন , আমার দরকার গুলো হলঃ
১।ফটোগ্রাফির পেছনে দেয়ার মত সময় আমার নেই। অর্থ ও আপাতত নেই। ক্যামেরাটা চাই পকেটেবল।
২।শুধুই ট্যুর,ফ্যামিলি প্রোগ্রাম, আর টুকটাক কিছু শখের ছবি তোলার জন্য।
IDB তে এক দোকানে গিয়ে canon sx 210 is camera টা দেখে ভালোই লাগলো। সুপারজুম অপ্টিক্যাল ১৪এক্স। 14.1 Mp। ৩" এলসিডি। digic 4 processor. বাজেটের মধ্যে।
এখন প্লিজ বলুন, কিনবো নাকি কিনবো না ?
আপনাদের কারো পরিচিত দোকান/ বেটার কোনো অপশন মাথায় থাকলে জানিয়ে দিন। পরশুদিন কিনবো।
<blockquote>এরকম সাহায্য/জিজ্ঞাসা জাতীয় পোস্ট "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে পোস্ট করুন, মডারেটর কর্তৃক বিভাগ পরিবর্তন করে দেয়া হলো... - মডারেটর</blockquote>
আমি biobot। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
You can take a look here for camera price-
http://www.bdstall.com/searchItemListingByCategory/index/15/