একটি SLR ক্যামেরা কিনব, আপনাদের মতামত চাই

আমি পেশাদার ফটোগ্রাফার না,কিন্তু ছোটবেলা থেকে ছবি তোলার অনেক ঝোক থাকার কারনে ২ টি ক্যামেরা কিনছি

কিন্তু তা ছিল সাধারন ডিজিটাল ক্যামেরা।এখন আমি একটি SLR ক্যামেরা কিনতে আগ্রহি এবং সু্যোগ পেয়েছি।আমি ২ টি মডেল চয়েজ করছি তা হল ।

  • ১। Nikon D3100
  • ২। Canon EOS Rebel T3 18-55mm IS II Kit

EOS Digital SLR Camera

অনেক পেসাদার আছেন যারা ক্যামেরা বিসয় অনেক কিছু জানেন দয়া করে আমাকে একটু হেল্প করেন কোন ব্রান্ড এর ক্যামেরা কিনলে ভাল হবে এবং কোন মডেল এর ক্যামেরা কিনব।আপনাদের মতামত দরকার।দয়া করে আমাকে জানান।

Level 0

আমি Towhid imam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথীবির সমস্ত ভালবাসা আমার মা এর জন্য যার জন্য আজ ও বেচে থাকার অনুপ্রেরনা পাই আর পৃথীবির সমস্ত ঘৃনা বাবা নামক প্রানী টার জন্য যে নিজের জন্য আমাদের দূরে সরিয়ে দিতে দ্বিধা করেনি......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যতদূর জানি nikon এসএলআর এর জন্য সবচেয়ে ভালো ব্রান্দ।।তবে ক্যানন ও ভালো…… এর বেশি কিছু জানি না। আমিও সাধারন ডিজিটাল কামেরা ইউজাই….. চামচং 🙂

don go for Nikon D3100 …. performance is faulty …. some of my photomates faced the problem with this gear … go for canon … that will be a good choice

Level 0

how much both of this camera price ?

Level 0

nikon d 90 use korte paren..ami use kori…valo lage amar kache..

Nikon Ar DSLR Camera onak valu but high range ar gula…Mid range ar jonno Canon is the Best….U can also choice Canon 1100D,500D,550D….. Mid range ar modda agular performance Onak jose…

Level 0

nikon কিনলে অব্শ্যই d90/d700 for beginner অবশ্যই shutter count 1/8000 sec. in steps of 1/3 অবশ্যই হতে হবে।canon হলে তো কথাই নাই

vai ki camera kinsen?