ফায়ারফক্স ৫.০ নিয়ে সমস্যায় পড়েছি,সাহায্য করুন ।

কয়েক দিন আগে ফায়ারফক্স ৫.০ এ  আপডেট করেছি আগের ৩.৬ থেকে । করার পর থেকেই বাংলা দেখা নিয়ে সমস্যা হচ্ছে । এই রকম দেখা যাচ্ছে । পারলে একটু সাহায্য করেন ।

টিউনগুলো দেখতে সমস্যা হচ্ছে না । প্রথম ছবিটা ফেসবুক থেকে নেয়া । ফেসবুক এ বাংলা দেখতে বেশি সমস্যা হচ্ছে । কিছুই বুঝতেছি না । টেকটিউন এর বেলায় শুধু ফায়ারফক্স এর ট্যাব এর বাংলাগুলো দেখতে সমস্যা হচ্ছে । আমি  Custopack ব্যবহার করি । কয়েক দিন  আগে  Custopack এর নতুন একতা Theme ইন্সটল দেয়ার পর থেকেই  মনে হয়  এই সমস্যা হয়েছে । কি করবো এখন ?

*** আরেকটা ছোট সমস্যা হচ্ছে Notepad এ কিছু লিখলে লম্বা একটা লাইন এ লেখা আসছে । Enter না চাপা পর্যন্ত দ্বিতীয় লাইন হচ্ছে না । কি করতে পারি ?

******সাহায্য করেন কেউ ।********

Level 0

আমি Repon13। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tools> Option>Default Font>Advanced এ গিয়ে নিচের চিত্রের মত সেট করে দিন।সিয়াম রুপালী না থাকলে সেক্ষেত্রে অন্যকোন বাংলা ফন্ট দিন।

https://lh5.googleusercontent.com/-sc9sHuFAcvU/ThNRVujDYLI/AAAAAAAABGU/xBMx5vdI0_M/Font.JPG

Level 0

ধন্যবাদ ভাই । ঠিক হয়েছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে । দ্বিতীয় সমস্যার সমাধান দিলেন না ?

    দ্বিতীয় সমস্যাটি খেয়াল করিনি।ওটা সমাধান হচ্ছে, নোটপ্যাড ওপেন করে উপরে বার থেকে Format> Word Warp সিলেক্ট করা।তাহলে আর লম্বা লাইন দেখাবে না।উইন্ডো যতটুকু আছে ততটুকু পর্যন্ত গিয়ে পরের লাইনে চলে আসবে।