সাহয্য চাই!সাহয্য চাই!!সাহয্য চাই!!!

আমি একজন প্রবাসী ব্যাক্তিগত কারনে দেশে চলে আসতেছি কিন্তু আমার প্রবল ইচ্ছা দেশে একটি সাইবার ক্যাফ করার। পনরটি কম্পিউটার নিয়ে বসতে গেলে তো অনেক টাকার দরকার। কিন্তু, আসলে অত টাকা আমার কাছে নেই।আমার বাসা চিটাগাং তাই সেখানে দিতে পারলে ভালো হয়, এমন কেউ আছেন কি আমাকে একটু উপদেশ দেওয়ার জন্য।আমি প্রথমত ৭/৮ টা কম্পিউটার দিয়ে যদি শুরু করি তাহলে কি পরিমান টাকা লাগবে এবং মাসে কত টাকা আয় করা যাবে। হাইস্পীড ইন্টারনেট লাইন পাবো কি না। এখন ওটা পেতে আমাকে কি করতে হবে তাও জানিনা।বুঝেন তো অনেক কষ্টের টাকা ।সবাইকে ধন্যবাদ

Level 2

আমি আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

allah is all might


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইবার ক্যাফের জন্য চট্টগ্রামে ভাল জায়গা হচ্ছে চকবাজার,জিএইসি,নিউমার্কেট,আগ্রাবাদ।এসবের যে কোন জায়গায় দিতে পারলে আপনার সবচেয়ে বেশী আয় হওয়ার সম্ভাবনা আছে।আয়ের ব্যাপারটি স্থির না,কোন সময় লোকজন খুব ভিড় থাকবে আবার কোন সময় কম থাকবে।চকবাজার এলাকাটাই আয়ের জন্য সবচেয়ে ভাল জায়গা।৭-৮ কম্পিউটার এর মধ্যে একটা বা দুইটা ভাল কনফিগারেশানের মধ্যে নিলে এবং বাকীগুলা মোটামুটি কনফিগারেশানের মধ্যে নিলে চলবে।এছাড়া সাউন্ড বক্স এবং ডিভিডি রম একটা ছাড়া বাকীগুলোর জন্য না নিলেও হবে।এছাড়া প্রিন্টার-স্ক্যানার,ওয়েবক্যাম এগুলো নিলে আরো ভাল হবে এবং এগুলোর দাম তেমন বেশী নয়।ব্রডব্যান্ড ভাল স্পিডের একটি বা দুইটি লাইন নিলে সেগুলো থেকে শেয়ারিং করে বাকীগুলো চালানো যাবে।সাইবার ক্যাফেতে সাধারণত বেশী স্পিড দেয়া হয় না।সমস্যা হল, দোকান ভাড়া নিয়ে।এসব এলাকায় দোকান ভাড়া অনেক বেশী।আমি সাইবার ক্যাফেতে সাধারন বিলগুলো দিতেছি।

১।ব্রাউজিং- প্রথম ৩০ মিনিট-১৫৳ ,১ঘন্টা-২৫/২০৳
২।প্রিন্ট- সাদাকালো-৫৳ রঙ্গিন-১০৳
৩।স্ক্যান-১০/১৫ ৳

এছাড়া, মেইল পাঠানো,পাসপোর্ট জন্য নিবন্ধন,ভিডিও কলের জন্য আলাদা আলাদা চার্জ।

আমি কম্পিউটার কেনা এবং আইএসপি দের থেকে ইন্টারনেট নেওয়ার ব্যাপারে সাহায্য করতে পারব।এছাড়া কারিগরি কোন সহায়তা লাগলে করতে পারব।

    Level 2

    thank you ভাই আপনার পরামর্শের জন্য, e mail id টা দিলে আপনার সাথে পরে যোগা যোগ করবো। আমার আইডি [email protected] .আমি ৬/৭ মাস পর দেশে আসতেছি আসার সময় ২/৩টা computer নিয়ে আসবো,ভাই rent.,advance, decoration এর একটু ধারনা দিলে ভালো হত। আপনাকে আবারো ধন্যবাদ।

    আপনার মেইল এড্রেসে একটা মেইল পাঠালাম।rent.,advanceএকেক মার্কেটে একেকরকম।তবে এডভান্স এর পরিমান অনেক বেশী(২-৩ লক্ষ)।আপনি ২টা কম্পিউটার ওখান থেকে আনতে যে খরচ হবে তার চেয়ে এখান থেকে কিনলে আরো ভাল হবে,পাশাপাশি ওয়ারেন্টি পাওয়া যাবে।আপনি যদি মিডলইস্ট এ থাকেন তাহলে ওখান থেকে না আনাই ভাল।ওখানে দাম অনেক বেশী বাংলাদেশের তুলনায়।ডেকোরেশন আপনি এসে কথা বললে বুঝবেন।এত ভাল চেয়ার টেবিলের তো দরকার নেই।ভাটিয়ারিতে অনেক কমদামে এসব ফার্নিচার পাওয়া যায়।সাইবার ক্যাফের পাশাপাশি হোস্টিং,ডোমেইন,সাইট বানানোর পাশাপাশি ট্রেনিং এর ব্যবস্থাও করতে পারেন।হোস্টিং,ডোমেইন,সাইট বানানোর পাশাপাশি ট্রেনিং এর ব্যাপারে সাহায্য করতে পারব তবে দোকান ভাড়া বা এসব ব্যাপারে আমার ধারণা কম।আপনি আসলে যোগাযোগ করলে একটা ওয়ে বলে দিতে পারব।

Level 2

ঠিক আছে ভাই