Help me about Linux (Ubuntu 11.04)

আশা করি সকল ভাইজানেরা ভালই আছেন। আমাকে একটা বিষয়ে একটু হেল্পান...

আমি একজন নতুন লিনাক্স ইউজার। কয়েকদিন আগে আমি Ubuntu 11.04 (natty narwhal) install করি “install inside windows” use করে। এটা চালানোর পর মনে হয় কেন মানুষ windows চালায়। কারন এটা খুব এ কম মেমোরি ব্যবহার করে।

সব কিছুই ঠিক আছে কিন্তু সমস্যা হল যে, আমি যখন কোন picture “set as desktop background” দেই তখন তা set হয় না। কিন্তু desktop থেকে যখন “change desktop background” এ অ্যাড করে দেই তখন ঠিক এ change হয়।

কারন এবং সমাধান কি বলবেন ভাইজানেরা?

Level 0

আমি সাজ্জাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Freedom does matter...... I believe in freedom thats why I use LINUX. Are you?


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কারণ আপনি হয়ত অন্য কোন ড্রাইভ থেকে ছবিটা ডেক্সটপ এ সেভ করেছেন। লিনাক্স চালু হওয়ার পর ড্রাইভ গুলা পাসওয়ার্ড দিয়ে খুলে দিন, দেখবেন যে ছবিটা চেঞ্জ না করতেই ডেক্সটপ এ চলে এসেছে। তাই ভালো বুদ্ধি হল লিনাক্স এর হোম ফোল্ডারে ছবি রেখে দেওয়া অথবা সফটওয়্যার ব্যবহার করে ntfs ড্রাইভ অটো মাউন্ট করে রাখা। ধন্যবাদ

    আরে শাওন ভাই যে ! আমার problem এ শুধু আপ্নাকেই কাছে পাই ভাই। ধন্যবাদ।

    "লিনাক্স চালু হওয়ার পর ড্রাইভ গুলা পাসওয়ার্ড দিয়ে খুলে দিন" আপনার এই কথাটা আমার কাছে clear না।
    আর হোম ফোল্ডার এ ছবি রাখলেই কি ভাই কেল্লা ফতে? দিলেই কি ওয়ালপেপার সেট হইব?

    "সফটওয়্যার ব্যবহার করে ntfs ড্রাইভ অটো মাউন্ট করে রাখা"
    ভাই মাউন্ট করে রাখা মানে কি? এটা করলে কি হয়? আমার ঐ ফোল্ডার এ তো উইন্ডোজ এ অনেক জিনিস আসে, অইগুলা যাইবোগা না তো?

    মাউন্ট আর unmount টা একটু কষ্ট করে বুঝাইয়া দেন ভাই…

    আসলে লিনাক্স তো নিজের পার্টিশন ইচ্ছামত অ্যাক্সেস করতে পারে। উইন্ডোজ এর ফাইল আপনার অনুমতি ছাড়া অ্যাক্সেস করতে পারবেনা। আপনি বলেন, পাসওয়ার্ড না দিলে অন্য ড্রাইভ কি খোলে? তাই যখন অন্য ড্রাইভ থেকে ওয়ালপেপার সেট করেন, রিস্টার্ট করার পর সেই ড্রাইভ লক হয়ে যায়। পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত ফাইল পায়না।

    মাউন্ট মানে পার্টিশন পড়া। যেমন উইন্ডোজ এ পেন ড্রাইভ ইজেক্ট করলে ড্রাইভ বন্ধ হয়ে যায়। এটা আন-মাউন্ট।

    যতদুর সম্ভব ntfs3g নামের একটা প্যাকেজ আছে যেটা দিয়ে লিনাক্স চালু হওয়ার সাথে সাথে অটো ড্রাইভ মাউন্ট হয়, মানে খুলে যায়।

    আশা করি বুঝেছেন 🙂

    ভাই নিচে কমেন্ট করতে পারছি না।
    উবুন্টু তে তো কোন ড্রাইভ ওপেন করতে password চায় না।
    password ছাড়াই তো ভাই শব ড্রাইভ access করা যায়।

    আর ভাই আমি compiz এর কোন option cahnge করলে আমার টাস্কবার blur হয়ে যায় এবং log out আবার log in করলে ঠিক হয়। এর কারন কি? সমাধান কি?

    মাউন্ট এর বিষয় টা বুঝতে পারসি। ধন্যবাদ।

    আসলে আমি লিনাক্স মিন্ট ব্যবহার করে বলছি তো তাই, কম্পিজের ব্যাপারটার সমাধান আমার কাছে নেই। লিনাক্স ফোরাম বিডি-তে যোগাযোগ করেন, অবশ্যই সাড়া পাবেন 🙂

Level 0

Linux (Ubuntu 11.04) কি উইন্ডোজ ৭ এর সাথে ব্যবহার করা যায়? কিভাবে ইন্সটল দিতে হয়? বিস্তারিত যদি বলতেন খুব ভাল হত ।

    হ্যা করা যায়।উইন্ডোজে থাকা অবস্থায় সিডি ঢুকিয়ে সেটি রা করে যেকোন ড্রাইভ সিলেক্ট করে ইন্সটল লেখাতে ক্লিক করলেই হবে।আর বুট করে ইন্সটল করার নিয়ম জানতে নিচের লিংকটি ভিজিট করুন।

    http://adnan.quaium.com/blog/1236

Level 0

sobay to bolen ubuntu valo, kintu keuto help koren na.kivabe chalabo.
ami jodi robi modem ubuntu 10.04 e use korar system jantam tobe ubuntu or linux mint use kortam. kintu keu help korlo na. modem install korar system ta keu ki bolben?