আশা করি সকল ভাইজানেরা ভালই আছেন। আমাকে একটা বিষয়ে একটু হেল্পান...
আমি একজন নতুন লিনাক্স ইউজার। কয়েকদিন আগে আমি Ubuntu 11.04 (natty narwhal) install করি “install inside windows” use করে। এটা চালানোর পর মনে হয় কেন মানুষ windows চালায়। কারন এটা খুব এ কম মেমোরি ব্যবহার করে।
সব কিছুই ঠিক আছে কিন্তু সমস্যা হল যে, আমি যখন কোন picture “set as desktop background” দেই তখন তা set হয় না। কিন্তু desktop থেকে যখন “change desktop background” এ অ্যাড করে দেই তখন ঠিক এ change হয়।
কারন এবং সমাধান কি বলবেন ভাইজানেরা?
আমি সাজ্জাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Freedom does matter...... I believe in freedom thats why I use LINUX. Are you?
কারণ আপনি হয়ত অন্য কোন ড্রাইভ থেকে ছবিটা ডেক্সটপ এ সেভ করেছেন। লিনাক্স চালু হওয়ার পর ড্রাইভ গুলা পাসওয়ার্ড দিয়ে খুলে দিন, দেখবেন যে ছবিটা চেঞ্জ না করতেই ডেক্সটপ এ চলে এসেছে। তাই ভালো বুদ্ধি হল লিনাক্স এর হোম ফোল্ডারে ছবি রেখে দেওয়া অথবা সফটওয়্যার ব্যবহার করে ntfs ড্রাইভ অটো মাউন্ট করে রাখা। ধন্যবাদ