Java Mobile X300 সেট Flash দেয়ার নিয়ম ও সফটয়ার চাই, Pl, Hehp me.

গতকাল সিম পরিবতন করতে গিয়ে সেটটি আর অন হচ্ছেনা। অথ্যাৎ Power Switch on করলে স্কিনের মধ্যে NOKIA লেখাটা আসে এবং লাইট জ্বলে যা সাভাবিক নিয়মের মত 4 second থাকে এরপর আবার ১ second স্কিন বন্ধ হয়ে আমার চালু হয়। তখন স্কিনে লেখা NOKIA থাকে না শুধু সাদা দেখায় এই ভাবে চার বার হয়। এর পর নিজে নিজে বন্ধ হয়ে যায়। প্রতি বার অন করলে একই অবস্থা হয় ।এর কী সমস্যা এবং এর সঠিক সমাধান চাই। আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন? আর যদি Flash দেয়ার প্রয়োজন হয় কিভাবে দিব বললে উপকৃত হব
আমার মনে হয় সফটয়ার Install করতে হবে।

Level 2

আমি ওহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 346 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, https://www.techtunes.io/mobileo/tune-id/59217/ লিঙ্কটি দেখেন। ১০০% কাজ হবে।

দেখি ভাই

navifirm Software চালু হচ্ছে না, আমি XP sp2 চালাই।

মিনহাজুল হক শাওন ভাই, ব্লু নোকিয়া থেকে ফার্মওয়্যার ডাউনলোড করব কিভাবে?

দুখিত, J.A.F. by ODEON এ আমার সেটের Model no নাই।আর কোন সমাধান আছে?