আস-সালামু-আলাইকুম।
প্রথমেই টেকটিউনস কে নতুন ক্লাউড সার্ভার এ আসার জন্য ধন্যবাদ।
অনেক দিন পর টিউন করতে বসলাম।কিন্তু এটা কাজের টিউন না।এক্টা বিষয়ে জানার জন্য টিউন করেছি।
টেক্টিউন্স নতুন সার্ভার এ প্রবেশ এর পর আমি কিছু সমস্যার সম্মুখিন হচ্ছি।সবার এমন সমস্যা হয় কি না জানিনা।
সমস্যা ১.টেক্টিউন্স মাঝে মাঝে লোড হতে অনেক সময় নেয়।আমার নেট স্পীড ঠিক আছে।কিন্তু কাজ হয়না।
ছবি টি দেখুন।টেক্টিউন্স এর পেইজ লোড হয়েছে।কিন্তু শেষ ট্যাব এ আমি টেক্টিউন্স আবার খুললাম ,সেটা লোড হচ্ছে তো হচ্ছেই।এটা কি সবার হয় নাকি শুধু আমার?এটা মাঝে মাঝে হয়।
সমস্যা ২.আগে এই সমস্যা অনেক কম ছিলো।বলতে গেলে হতই না।কিন্তু এখন সব সময় ই হচ্ছে যা খুব বিরক্তকর।নিচের ছবি দেখলেই বুঝবেন।
যখন কমেন্ট লিখলা এবং সাবমিট দিলাম তখন একটা নতুন পেইজ এ কমেন্ট খুলল্লো।এটা খুব ঝামেলার।কারন আমি এর আগের পেইজ এ দিলে কমেন্ট সাবমিট হয়না।
সমস্যা ৩.টেক্টিউন্স ডেস্ক বন্ধ হয়ে আছে কেনো?
এর সমাধান দিলে অনেক খুশি হব।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
amar o ek e problem hoi amar net speed 1mb