আমি নতুন একটা .কম ডোমেইন কিনেছি ইকরা সফট থেকে । কিন্তু ৭২ ঘন্টা পার হলেও আমার ডোমেইন পাবলিস হচ্ছে না কেন ? সমস্যাটা আসলে কোথায় ? আমি আবার নতুন করে ডি.এন.এস সেটআপ দিয়েছি ; ২৪ ঘন্টা পার হয়েছে এখন ও পাবলিস হয় নি ।
CNAME(Alias) >> www (host) >> ghs.google.com
A(Address) >> @ (host) >> 216.239.32.21/216.239.34.21/216.239.36.21 /216.239.38.21.
আমার নেমসার্ভার ফাকা রাখা আছে । ব্লগারে .কম সেটআপ দিতে কী কোন নেমসাভার্র দিতে হয় না ফাকা রাখতে হয় ???
আমার মনে হচ্ছে না ডিএনএস সেটআপে আসলে কোন সমস্যা আছে । তবে আমি ডোমেইন প্রকাশের আগেই গুগুল এ্যাপ্লিকেশনে এ্যাকাউন্ট খুলেছিলাম, এ্যাকাউন্টটি স্বাভাবিক ভাবেই ডোমেইন ভেরিফিকেশনে ব্যার্থ হয় । পরে অবশ্য আমি এ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছি । এ রকম কোন নিয়ম আছে গুগুল এ্যাপ্লিকেশন এ্যাকাউন্ট ডিলিট করার নির্দিষ্ট কিছু দিনের মাঝে ডিএনএস সেটআপ দেয়া যাবে না ।
আসলে আমি ঠিক বুঝতে পারছি না কি কারণে আমার ডোমেইন টা পাবলিস হচ্ছে না, গুগুল এ্যাপ্লিকেশনে পাবলিশ হওয়ার আগেই এ্যাকাউন্ট খুলেছিলাম এই কারণে না ডি.এন.এস সেটআপে সমস্যা আছে না ডোমেইনে সমস্যা ।
দয়া করে অভিজ্ঞ কেউ আমাকে একটু সাহায্য করেন ।
ধন্যবাদ সবাই কে যারা আগ্রহ দেখিয়েছেন । আমি আমার সমস্যার সমাধান নিজেই করেছি (কিছুক্ষন আগে ) । নেমসার্ভারে সমস্যা ছিল । আমি ফাকা রেখেছিলাম এই কারণে ডোমেইন পাবলিস হয়নি । নেম সার্ভার সেট করার সাথে সাথেই সাইট পাবলিস হয়েছে কারণ ডি.এন.এস সেটআটপের কোন সমস্যা ছিল না ।
আমি RAZU Ahammed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই টিউন টি দেখুন >>>> https://www.techtunes.io/tutorial/tune-id/52324/