Nokia E63 মোবাইলের জন্য divxplayer লাগবে। এবং আমি Smart_Movie সেটাপ দেওয়ার পর কিজেন চাচ্ছে কারে কাছে যদি থাকে দয়া করে আপনাদের এই ছোট ভাইকে দিবেন।
করে আপনাদের এই ছোট ভাইকে দিবেন।
করে আপনাদের এই ছোট ভাইকে দিবেন।
করে আপনাদের এই ছোট ভাইকে দিবেন।
করে আপনাদের এই ছোট ভাইকে দিবেন।
করে আপনাদের এই ছোট ভাইকে দিবেন।
করে আপনাদের এই ছোট ভাইকে দিবেন।
করে আপনাদের এই ছোট ভাইকে দিবেন।
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ছোট বেলা থেকে কম্পিউটার শেখার অগ্রহ একটু বেশি ছিল আমি মাদ্রাসা ক্লাস ৭ম থেকে কম্পিউটার শেখার প্রতি অগ্রহ বাড়িয়ে দিই। আমাদের বাড়ি থেকে বাজার ১ কিলমিটার হবে। প্রথমে আমি আমার কাকার বই লাইব্রেরী তে থাকি তার পর লাইব্রেরীর সামনে একটি নতুন কম্পিউটারের দোকান তৈরী হয়। আমি পড়ালেখা প্রায় বাদ...
আপনার টিউনটি "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগে স্থানান্তর করা হল।
টেকটিউনস বান্ধব যেকোন প্রকার সাহায্যের জন্য দয়াকরে "সাহায্য/জিজ্ঞাসা" বিভাগ ব্যবহার করবেন।
http://www.mediafire.com/download.php?47y9qybrcr82epp
উপরের লিংকটি থেকে স্মার্টমুডি ডাউনলোড করুন। এটি ক্রাক করা তাই কোন সিরিয়াল লাগবে না।