লিনাক্স নিয়ে কিছু সাহায্য প্রয়োজন ও জিজ্ঞাসা।

আমি যা জানতে চাই তা জানতে চাওয়ার আগে কিছু ব্যাখা করা প্রয়োজন।  আমি একজন windows ব্যাবহারকারী, তবে কিছুদিন যাবৎ লিনাক্স ব্যাবহারে বেশ আগ্রহ প্রকাশ করছি। লিনাক্স সম্পর্কে আমার কোনরকম কোন ধারণা নেই, সেটা আমার প্রশ্ন করার ধরণ দেখলেই বুঝতে পারবেন। আমার লিনাক্স সম্পর্কে বিশেষ কিছু জানার প্রয়োজন যার জন্য আমি আপনাদের সাহায্য প্রার্থী।

.

১) windows এ M.S. Office / PowerPoint/ Excel  এ যে ধরণের কাজ করা যায়, সেই একই কাজ কী লিনাক্স Office ও করা যায়? লিনাক্স Office এ আমি যে কাজ করব তা কী অন্য কম্পিউটার যেখানে windows এ M.S. Office আছে সেখানে কী লিনাক্স Office এ করা কাজ গুলো ওপেন হবে?

২) লিনাক্স Office এ যে করা কাজ গুলো করব তা প্রিন্ট দেয়ার জন্য প্রিন্টর মেশিন কী লিনাক্স support করবে? Like Epson & Canon.

৩) লিনাক্সে কী .JPG ফাইল ওপেন হয়? .JPG ফাইল ওপেন না হলে এর বিকল্প কী?

৪) আমি খুব ইংরেজি / বাংলা গান শুনি। অনেক সময় এমন হয় যে এমন একটা গান শুনতে ইচ্ছে হচ্ছে যেটা আমার collection এ নাই। সে ক্ষেএে বিভিন্ন website থেকে free ডাউনলোড করি। লিনাক্সে কী এটা সম্ভব? অথবা এর বিকল্প কী?

৫) লিনাক্সে কী torrent movie file গুলো ডাউনলোড সম্ভব?

৬) লিনাক্সে কোনো Download Manager ব্যাবহার করা যাবে কী, Like FDM or IDM। অথবা এর বিকল্প কী?

৭) movie দেখার জন্য কী Cyberlink Power DVD লিনাক্সে ব্যাবহার করা যাবে? অথবা এর বিকল্প কী?

৮) আমি Broadband Internet Line ব্যাবহার করি। লিনাক্সে কী ব্যাবহার করা যাবে? কীভাবে? শুনেছি লিনাক্সে Broadband Internet Line support করা নাকী অনেক অনেনেনেক বেশী ঝামেলার কাজ?

৯)  লিনাক্সে কী অভ্র ৫ ব্যাবহার করা যাবে?

১০) লিনাক্সে কী Firefox ব্যাবহার করা যাবে?

১১) লিনাক্সে কী PDF ফাইল ব্যাবহার করা যাবে?

১২) লিনাক্সের CD or DVD অমি কোথা থেকে পাব? কিভাবে Install করব?

.

আপাতত এতটুকুই। উপরোক্ত প্রশ্ন গুলোর সঠিক উত্তর ও সাজেশন যারা লিনাক্সে অভিজ্ঞ তাদের থেকে আশা করছি। এই প্রশ্ন গুলোর সঠিক উত্তর ও সাজেশন আমার লিনাক্স ব্যাবহারে decision making এ অনেক বেশি সহায়তা করবে। Genuine Windows  ব্যাবহার করার সামর্থ্য আমার আছে, কিন্তু আমার আশেপাশে অনেকের সেই সামর্থ্য নেই। তাদের সাথে মিলেমিশে কাজ করার জন্যই উপরোক্ত প্রশ্ন গুলো। তাছারা নিজস্ব কিছু চাহিদাও আছে। যেমন গান শুনা, মুভি দেখা, গান free ডাউনলোড করা ইত্যাদি। সত্য কথা বলতে windows ব্যাবহার করতে করতে এত বেশী উন্ডোজী হয়ে গেছি যে, Windows ছারবো কীনা তা নিয়ে দ্বিধার মধ্যে পরে গেছি। আপনাদের সাজেশন আমার আনেক উপকার দিবে।

এছারা একটি পোষ্টের মধ্যে পড়লাম যে, " ২০১৪ সালের পর Unlincensed Windows চালিত যেকোন কম্পিউটারের মালিকের বিরুদ্ধে Windows ব্যবস্হা নিতে পারবে। শুধু Windows ই নয়, সকল Software যেগুলো আমরা Crack দিয়ে ব্যবহার করি, এমনকি গেমস্ ও, তারাও জানতে পারলে আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে Copyright ভঙ্গের গুরুতর অভিযোগ এনে।
সুতরাং আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে। অভ্যাস করতে হবে Open Software ব্যবহারের। একটি সহজ সমাধান হতে পারে উবন্টু’র মত Free এবং Open Operating System গুলো ব্যবহার করা। তাই অভ্যাস করুন এবং সতর্ক হোন এখন থেকেই।
http://www.bigganprojukti.com/post-id/689 " যদি তাই হয় তবে যাদের Genuine Windows  ব্যাবহার করার সামর্থ্য নেই তাদের বড় একটি অংশ লিনাক্সে convert করবে। তাই আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখা। তাই যারা লিনাক্সে অভিজ্ঞ তাদের থেকে উপকার পাবার আশা করছি।

ধন্যবাদ।

২০১৪ সালের পর Unlincensed Windows চালিত যেকোন কম্পিউটারের মালিকের বিরুদ্ধে Windows ব্যবস্হা নিতে পারবে। শুধু Windows ই নয়, সকল Software যেগুলো আমরা Crack দিয়ে ব্যবহার করি, এমনকি গেমস্ ও, তারাও জানতে পারলে আমাদের বিরুদ্ধে মামলা করতে পারে Copyright ভঙ্গের গুরুতর অভিযোগ এনে।
সুতরাং আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে। অভ্যাস করতে হবে Open Software ব্যবহারের। একটি সহজ সমাধান হতে পারে উবন্টু’র মত Free এবং Open Operating System গুলো ব্যবহার করা। তাই অভ্যাস করুন এবং সতর্ক হোন এখন থেকেই।

Level 0

আমি রউফ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি লিনাক্সে অভিজ্ঞ না তবে আপনার প্রশ্নের যে উত্তরগুলো আমি জানি সেগুলো দিচ্ছি,

১। আমি এমএস অফিস সবথেকে বেশী ব্যাবহার করেছি, তবে যারা এমএস অফিস ইউজার তারা খুব সহযেই অপেন অফিস/লিব্রে অফিস ব্যাবহার করতে পারবে। অফিস/লিব্রে অফিসে এমএস অফিসের ফাইল চলে তাই কোন সমস্যা নাই। অফিস/লিব্রে অফিস এর ফাইল এমএস অফিসে চলাতে গেলে জাস্ট এমএস অফিসের ফরমেটে সেভ করুন তাইলেই হবে।

২। প্রিন্টার সাপোর্ট আগের থেকে অনেক বেড়েছে তাই সমস্যা হবার কথা না, গুটিকয়েক প্রিন্টারে সাপোর্টজনিত সমস্যা আছে।

৩। এটা একটা জনপ্রিয় ফরমেটঅবশ্যই অপেন হয়।

৪। সমানে ডাউনলোড চালিয়ে যান কোন সমস্যা নেই সব উইন্ডোজের মতই। ফায়ারফক্স, ক্রোম সবইতো আছে, সমস্যার কোন কারনই নাই।

৫। ভাই টরেন্ট বানানোই হইছিল লিনাক্সের কথা চিন্তা করে এখন সেটা পাইরেসির প্রধান কারন হইছে। কান সমস্যা নাই ভাল ভাল টরেন্ট ডাউনলোডার আছে লিনাক্সে।

৬। ডাউনলোড ম্যানেজার এগুলা ব্যাবহার করতে পারবেন না তবে এগুলার মত ডাউনলোড ম্যানেজার আছে যেমন jdownloader

৭। PowerDVD এর একটা ভাল বিকল্প আছে দেখতে কাছাকাছ্নিই, নামটা মনে পরছে না, এবং প্রচুর মিডিয়া প্লেয়ার আছে যেমন VLC, KMP

৮। আগে ছিল অনেক ঝামেলা এখন অনেক সহয।

৯। লিনাক্সে অভ্র ৫ চলবে না এটা উইন্ডোজের ভার্সন তবে, ফনেটিক লেআউট আছে এটা কনফিগার করার মধ্যে কোন জটিলতা নেই, আর ইউনিজয়, জাতীয়, প্রভাত তো আছেই।

১০। কেন নয়? ফায়ারফক্স একটা ওপেনসোর্স সফটওয়ার, আর লিনাক্সে তো অপেনসোর্স এরই জয়জয়কার।

১১। আবার জিগায় 😀 ডাবল ক্লিক করলেই চালু হবে কোন সফটওয়ারও দরকার হয় না, ডিফল্টভাবেই ব্যাবস্থা করা আছে।

১২। লিনাক্সের সিডি ডিভিডি অনেকেই ডিস্ট্রিবিউট করে থাকে।

পাইরেসি ডিসএলো করা হবে ২০১৩ সালের পর থেকে।

যাহোক, আমার পরামর্শ থাকবে উবুন্তুর কোন কাস্টমাইজ ভার্সন ব্যাবহর করার, এতে আপনার যে সুবিধা হবে তা হল আপনার কোন ঝামেলা হলেই কোন সফট বা কোনকিছু ডাউনলোড করতে হবে না সবকিছু দেয়াই থাকে এসব কাস্টমাইজ ডিস্ট্রোতে। যেমন http://www.hacktolive.org/wiki/Super_OS এবং http://ultimateedition.info এগুলো দুটোই কমপ্লিট উবুন্তু কিন্তু অনেক সফটওয়ার ড্রাইভার এগুলার সাথে দেয়া আছে তাতে কাউকে নতুন করে ডাউনলোড করতে হবে না। কোডেক, সফটওয়ার, ড্রাইভার একটা একটা করে ডাউনলোড করতে যাদের এলার্জি আছে তারা নির্দিধায় এগুলা ডাউনলোড করুন।

যাহোক, যেকোন সমস্যার জন্য আমদের ফোরাম http://www.forum.projanmo.com ভিজিট করতে পারেন। এখানে যেকোন সমস্যার সমাধান দ্রুত পাবেন। তবে টেকটিউন্সেও মনেহয় এখন অনেক ওপেনসোর্স ইউজার হয়ে গেছে।

গত কিছুদিন আগে আমারও একটা পোষ্ট ছিল আপনার মত দেখতে পারেন http://forum.projanmo.com/topic27046-p2.html এখানে, হয়তো আরও কিছু জানতে পারবেন।

ধন্যবাদ, হ্যাপি লিনাক্সিং!

    Level 0

    ডিয়ার ব্রো,

    অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে উত্তর গুলো দেয়ার জন্য। আমি আপনার সকল পরামর্শ আলাদা করে নোট করে নিচ্ছি। আপনার পরামর্শ আমার আনেক দ্বিধা দূর করে দিয়েছে। খুব জলদি আমি লিনাক্স ব্যাবহার করা শুরু করে দিব। আপনাকে সত্যই অনেক অনেক ধন্যবাদ।

Level 0

১ Open Office/ Libre Office দিয়ে সহজেই কাজ করা যায়। এছাড়া Softmaker Office 2010 নামে আরেকটা আছে।
২ প্রিন্টার সাপোর্ট আগের থেকে অনেক বেড়েছে। তবে HP printer ভাল কাজ করে।
৩ ওপেন হবে।
৫ টরেন্টের জন্য Transmission, Deluge, Ktorrent কিংবা utorrent এর সার্ভার ভার্সন ব্যবহার করতে পারেন।
৬ fatrat, Jdownloader
৭ ওটার নাম বোধহয় xine-ui
১১ বাই ডিফল্ট pdf reader ইন্সটল করা থাকে। adobe ও ব্যবহার করা যায়।

    Level 0

    ডিয়ার জাহিদ ভাই,

    অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শর জন্য।

উপরের সবকয়টারই ঝামেলাবিহীন সমাধান রয়েছে লিনাক্স এ।

    ১। ওপেন অফিস নামে একটা সফটওয়্যার আছে যা দিয়ে সকল কাজ করা সম্ভব।
    ২। আমার প্রিন্টার সাপোর্ট করে। না করলে ইন্টারনেট থেকে কয়েকটা লাইব্রেরি ফাইল ডাউনলোড করে নিবেন। সমস্যা নাই।
    ৩। JPG PNG BMP SVG ইত্যাদি সবই খোলে। এমনকি ফটোশপ এর মত গিম্প নামের সফটওয়্যার দেওয়াই থাকে।
    ৪। হু সম্ভব। ইন্টারনেট থেকে উইন্ডোজ এর মতই সব ডাউনলোড করতে পারবেন। কোন বাধা নেই।
    ৫। হুম যাবে।
    ৬। JDownloader নামে একটা আছে যা IDM এর চেয়েও ভালো। উইন্ডোজ এও চলে। দেখতে পারেন।
    ৭। VLC প্লেয়ার আছে যেটা সব চালাতে পারে। চাইলে আরো অনেক মিডিয়া প্লেয়ার পাবেন।
    ৮। ব্রডব্যান্ড, ডায়াল-আপ ইত্যাদি কানেকশান করা লিনাক্স এ উইন্ডোজ এর চেয়ে সহজ।
    ৯। লিনাক্স এ অভ্র ৫ ব্যবহার করা যাবে তবে ডিকশনারী বা অটো কারেক্ট পাবেন না। তবে উইন্ডোজ এর মতই F12 বা ইচ্ছামত কি চেপে বাংলা লিখতে পারবেন।
    ১০। লিনাক্স এ ফায়ারফক্স ৪ ডিফল্ট ব্রাউজার।
    ১১। লিনাক্স এর নতুন সিডি বা ডিভিডি ডাউনলোড করে নিতে পারেন। ভালো হয় লিনাক্স মিন্ট নিন। প্রায় ১ গিগার কাছাকাছি একটা আইএসও ফাইল। এতে অনেক কিছু যেমন VLC, Firefox, Open Office, GIMP ইন্সটল দেওয়াই থাকে।

Level 0

ডিয়ার শাওন ভাই,

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ উত্তর গুলো দেয়ার জন্য বিশেষ করে আপনার ১১ নম্বর উত্তরটি। এটা আমাকে আরো বেশি ক্লিয়ার ও সাহসী করে তুলেছে লিনাক্স ব্যাবহার এর জন্য। ধন্যবাদ।

    আপনি কি ঢাকায় থাকেন? তাহলে উবুন্টু/লিনাক্স মিন্ট আমার থেকে নিতে পারেন। প্রয়োজনে ইনস্টল করার হেল্পও করতে পারব শুক্রবারে হলে। আর পেনড্রাইভ থেকেই ইনস্টল করতে পারবেন, সিডি/ডিভিডি লাগবে না। সময় লাগবে কম। ৫-৬ মিনিটের বেশী না।

Level 0

ডিয়ার মাহবুব ভাই,

You are so kind. আমি ঢাকায় মগবাজার দিলুরোডে থাকি। অবশ্যই আপনার হেল্প আমার প্রয়োজন। এই শুক্রবার সময় দিতে পারবোনা তবে আপনার মোবাইল নাম্বারটা যদি দেন, আপনার সাথে আরো freely discuss করতে পারবো।

ধন্যবাদ।

    গুড, আমি মগবাজারের মধুবাগে থাকি। বাজারের সাথেই বাসা আমার। আমার ফোন নম্বর ০১৭১৪৮০৯১০০। আমার আবার শুক্রবার ছাড়া সময় নেই।

Vai windows er ki ki linax a cholbe na? bolle upokrito hotam. ami o window er pashapashi linax chalate chachhi.

    Level New

    @CyBeR Assassin: আমার মতে আমি আজ পর্যন্ত এমন কিছু পাই নাই যা উইন্ডোজ এ আছে কিন্তু লিনাক্স এ নাই । । নিস্চিন্তে লিনাক্স ব্যবহার করতে পারেন।