ব্লগারে এস.ই.ও এবং লেভেল কি ভাবে দেখাবো?

ওয়ার্ডপ্রেস এর ধীর গতি, হোস্টিং , ব্যাকআপ ইত্যাদি এড়াতে অবশেষে ব্লগারে ফিরে এলাম। কিন্তু কিছু সমস্যায় পড়লাম। আমি কি ভাবে প্রতিটি পোস্ট এস.ই.ও করবো? আমি প্রত্যাকটি পোস্টে টাইটল, মেটা ডিসক্রিপশন ও মেটা কিওয়ার্ড লাগাতে চাই। এটা কি সম্ভব বা কি ভাবে? আর লেভেল গুলো কি ভাবে সাইডবার এ দেখাবো ?

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্লগারে মেটা ট্যাগ তেমন কার্যকরী নয়।মেটা ট্যাগ যুক্ত করার নিয়ম জানতে নিচের লিংকটি দেখে আসতে পারেন।

http://www.bloggertricks.com/2008/08/how-to-add-different-meta-tags-to.html

আর লেভেলগুলো সাইডবারে দেখানোর জন্য Dashboard>Design>Page Element এ গিয়ে যে পাশে দেখাতে চান সেই কলামের Add a Gadget লেখাতে ক্লিক করলে একটা লিস্ট ওপেন হবে,সেখান থেকে লেভেল গেডগেট যোগ(+) করে আপনার পছন্দমত কাষ্টমাইজ করে সেভ করলেই হবে।

    আমার এটা জানা দরকার ছিল। ধন্যবাদ নিশাচর নাইম ভাই।

vai ami onek kichu korlam kintu kichutei back link create hocce na.shobshomoy backlink 0 dekhai.backlink show korte ki kono shomoy r proiyojon?vai amake keu shahajjo korun.r google webmaster tool e kono keyword show kore na.amar site ta hocce

http://vivasolve.blogspot.com