আমি কয়েকদিন ধরে আমার pc নিয়ে সমস্যা তে পরেছি। আমার pc তে কোন software install করলে তা একটু পরে corrupted দেখায়।আবার আমার pc তে anti avaira personal anti virus তাও চলছে না। আমি xp operating system ব্যাবহার করি। আজ xp setup দাওয়ার পরেও আমি anti avaira anti virus টা download করেছি তাও চলছে না। folder file drive গুলো তে open করলে তা explore দিয়ে open হচ্ছে । hiden file গুলো আপনা আপনি dont show hidden files and folder এ চলে যায়। এখন বুঝতে পারছি না কি করবো। আপনারা যদি আমার এই problem এর একটা solution দিতে পারেন তবে আমার একটা অনেক বড় help হবে।
আমি hijack newton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরাসের সাথে মিতা হয়েছে আপনার পিসি এর। আপনার ডাটা এর মায়া না থাকলে এক্সপি দেওয়ার সময় ডিস্ক ফরম্যাট করে নিন। সব অক্কা পাবে।