pc security নিয়ে সমস্যাতে পরেছি সমাধান চাই

আমি কয়েকদিন ধরে আমার pc নিয়ে সমস্যা তে পরেছি। আমার pc  তে কোন software install করলে তা একটু পরে corrupted দেখায়।আবার আমার pc তে anti avaira personal anti virus  তাও চলছে না। আমি xp operating system ব্যাবহার করি। আজ xp setup দাওয়ার পরেও আমি anti avaira anti virus টা download করেছি তাও চলছে না। folder file drive গুলো তে open করলে তা explore দিয়ে open হচ্ছে । hiden file গুলো আপনা আপনি dont show hidden files and folder এ চলে যায়।   এখন বুঝতে পারছি না কি করবো। আপনারা যদি আমার এই problem এর একটা solution দিতে পারেন তবে আমার একটা অনেক বড় help হবে।

Level 0

আমি hijack newton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইরাসের সাথে মিতা হয়েছে আপনার পিসি এর। আপনার ডাটা এর মায়া না থাকলে এক্সপি দেওয়ার সময় ডিস্ক ফরম্যাট করে নিন। সব অক্কা পাবে।

    ওই মিয়া লিনাক্সের কথা বলেন না কেলা? 😉 আমিতো ভাইরাসের কথা শুনলেই সেখানে চামে লিনাক্স এর কথা মেরে দেই… 😀

    হু। শেষে ডিস্ক ফরম্যাট করে ফললে আমারে আইসা ধরবে। 😛

    আরে মিয়া নতুনদের কে সোজা নিয়ম বলবেন, উইন্ডোজ থেকে সিডি ঢুকিয়ে সি বাদে যেকোন ড্রাইভ সিলেক্ট করে ইন্সটল। 😀 আর ফরম্যাট মারতে মারতে শিখবে যেমনটা আমি শিখেছিলাম। 😉

    Ato din dore data save korsi ki format dear jonno.

আর কোন solution নাই? 🙁

    না রে ভাই আপনি পুরাপুরি ফাইস্যা গেছেন । format দিতে হবে ।

    ইন্তেরনেত থেকে এভিজি বা নর্টন বা পান্ডার রিপেয়ার ডিস্ক নামান। সেটা ইউএসবি তে বুটেবল করে নেন। তারপর সেটা থেকে বুট করে ডিস্ক স্ক্যান করান। ভাইরাসগুলাকে পিটিয়ে মেরে ফেলুন। দেখেন কাজ হবে।

    System restore den . Virus zodi 3/4 din er age na hoiya thake tobe parben .ar naile system filedrive mane apnar operating system zekhane korsen oitar formate change koira dekhte paren .Zemon NTFS thakle ext4 banaite paren.

    Uporer kajgula google e serch diya khuija dekhte paren.

    PS: Kuno kajer jonno ami dayi na !

আপনার পুরো হার্ডড্রাইভ ভাইরাসের কব্জাতে।এভিরাতে বুট স্ক্যান আছে কিনা জানা নাই।তবে একটা কাজ করে দেখতে পারেন।পুনরায় সেটাপ দিয়ে সাথে সাথে এভাস্ট ফ্রি এন্টিভাইরাস ইন্সটল করে বুট স্ক্যান সিলেক্ট করে পিসি রিস্টার্ট দিন(ড্রাইভার,ইন্টারনেট সব পরে ঠিক করবেন) এবং স্ক্যান করুন পুরো হার্ডড্রাইভ।ফাইলগুলো ডিলিট অল না দিয়ে রিপেয়ার অল দিয়ে চেষ্টা করতে পারেন।কাজ না হলে ডিস্ক ফরম্যাট, কিছু করার নাই।আর ভাইরাসমুক্ত কম্পিউটিং করতে চাইলে লিনাক্স এর দলে যোগ দিন। 8)

Hijack নিউটন ভাই আপনার নামের মধ্যেই সমাধান আছে। HijackThis সফটওয়্যারটা ডাউনলোড করে run করে দেখেন কোন প্রসেসগুলো অচেনা। সেগুলো দিয়ে সার্চ দিন গুগলে। প্রত্যেক টার জন্য সমাধান পাবেন (Antivirus free tool) আশা করা যায়। সেগুলো দিয়ে scan করে দেখুন কাজ হবে। পরে অ্যান্টিভাইরাস সেট আপ দিয়ে নিবেন। অনেক সময় malwarebyte antimalwareও অনেক কাজের।

আপনার পিসি তে ভাইরাস এ এ্যাটাক করছে…যা করণীয়ঃ
১) My Doc & Desktop এর সব ফাইল সরিয়ে অন্য ড্রাইভে রাখুন (উইনরার দিয়ে- যদি পারেন)।
২) সি ড্রাইভ ফুল এন.টি.এফ.এস এ ফরম্যাট দিয়ে এক্সপি পুনরায় ইনস্টল করুন।
৩) অন্য পিসি থেকে এভিরা এ্যান্টিভাইরাস ও আপডেট ফাইল নামিয়ে একটি ভাইরাস মুক্ত পেনড্রাইভে রাখুন।
৪) এক্সপি সেটাপের পরে gpedit.msc তে গিয়ে অটোরান অফ করুন।
৫) পেন্ড্রাইভ প্লাগইন করে এক্সপ্লোর করে পেন্ড্রাইভ থেকে এন্টিভাইরাস ও আপডেট কপি করে ডেক্সটপে আনুন (খবরদার!!! ভুলেও অন্য কোন ড্রাইভে ঢুকবেন না)।
৬) এন্টিভাইরাস ইন্সটল করে অফলাইন আপডেট করেন।
৭) পিসি রিস্টার্ট করে বুট এর সময় F8 চেপে Safe Mode এ উইন্ডোজ রান করান।
৮) ডেস্কটপ এ "Avira AntiVirus" এ ক্লিক করে এ ধাপগুলো অনুসরণ করুন, Avira AntiVirus –> Local Protection –> Scanner –> Full System Scan।
৯) Full System Scan করে ডিটেকটেড ভাইরাস মেরে ভাইরাসের গোষ্টীরে ****** দেন।
১০) সিস্টেম রিস্টার্ট করে নরমাল মোডে রান করুন।
********আশা করি আপনার সমস্যা সল্ভ হয়ে যাবে, ধন্যবাদ********

wahid ank dhonno bad apnar idea tei kaj hoise and hijack it taw ank kaj e dise istiak vai 😀 ar nishachor vy and shawn vy and sufy vy apnader advice er jonneo dhonnobad 😀

কাজ হয়েছে শুনে খুশি হলাম… ঃ-)

Vai re apnar pc r moto obosta amar o hoesilo.c drive format kore windows setup den.tarpor valo kono antivirus jemon E-set Nod 32 intall dia pura pc scan koren.asa kori tik hoe jabe.