কেমন আছেন সবাই? আজ আমি আসলাম একটি ব্যাপার নিয়ে কথা বলতে। আশাকরি আপনারা সবাই আমাকে এই ব্যাপারে একটু জানাবেন।
আজ আমি ৫..., ৬ দিন পরে আমার mail চেক করতে যেয়ে দেখলাম যে আমি নাকি DV পেয়েছ। আমার মেইলটার সম্পূর্ন স্ক্রিন শট আমি আপসাদের কে দেখানোর জন্য দিলাম। আপনারা একটু জানাবেন আসল ব্যাপাটা কি?
আমি ফিরোজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেইলটি ভুয়া। আপনি মেইলটি পেয়েছেন stategov-us.com থেকে। যা আমেরিকান সরকারী ওয়েব সাইট না।
ওয়েব সাইটটি হবে state.gov
আর কিছুদিন আগে যে ফলাফল প্রকাশ হয় তা বাতিল করা হয়েছে কারিগরি ত্রুটির কারণে।
আশাকরি বুঝতে পারছেন।