কোন প্রোগ্রাম কতটুকু নেট স্পিড ব্যাবহার করছে

আমার লিমিটেড নেট তার উপর আবার কম স্পিড। এর মধ্যে আবার মাঝে মাঝে দেখা যায় যে আমি কোন কিছু করছিনা কিন্তু DU মিটার বলছে যে ২০কেবিপিএস(KB/s) স্পিডে ডাউনলোড চলে।
এরকম এক মিনিট চললেই আমার এক মেগাবাইট চলে যায়। কিন্তু এই এক মেগাবাইট কোথায় গেল সেটা আমি কখনোই খুজে পাইনা।

তাই আমার এমন একটা সফটওয়ার দরকার যেটা কোন প্রোগ্রাম কতটুকু ব্যান্ডউইডথ খরচ করছে তা আমাকে দেখাবে। যাতে আমি অপ্রয়োজনীয় ব্যান্ডউইডথ খরচ থেকে রক্ষা পেতে পারি।

আছেকি এমন কোন সফটওয়ার?
কারও জানা থাকলে জানাবেন প্লিজ।

Level 0

আমি abdus salam 120। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস