আমি একটি মাসিক ম্যাগাজিনের জন্য বাংলা ওয়েব সাইট বানাতে চাই। সমস্যা হলোঃ
১. আমি বুঝতে পারছি না যে, কি দিয়ে বানাবো (জুমলা/ওয়ার্ডপ্রেস/কোর পি.এইচ.পি)
২. আমি ইংলিশ ওয়েব সাইট করেছি। কিন্ত বাংলা ওয়েব সাইটের কোন অভিঙ্গতা নেই
৩. এক্ষেত্রে বাংলা ফন্ট ব্যবহার করবো কিভাবে তাও বুঝতে পারছি না
কেউ কি আমাকে এ ব্যাপারে একটু সাহায্য করতে পারেন.... প্লিজ..প্লিজ...প্লিজ...প্লিজ
*সাহায্য বিষয়ক যেকোনো লেখা সাহায্য/জিজ্ঞাসা বিভাগে পাবলিশ করবেন। আপনাকে সতর্ক করে দেয়া হলো
আমি cse_riyadh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যেহেতু মাসিক ম্যগাজিন সুতরাং সাইট টি ওয়ার্ডপ্রেসে করাই ভাল হবে বলে আমি মনে করি ।
খালি বাংলা লোকালাইজেশন ফাইল টা ঠিক যায়গায় বসানো ছাড়া আর কিছু তো অতিরিক্ত লাগে না বাংলা ওয়েবসাইট তৈরি করতে ।
সিয়াম রুপালি অথবা সোলাইমান লিপি ব্যাবহার করতে পারেন ।