আপনারা সবাই কেমন আছেন? অনেক আগে থেকেই টিটি তে লিখতে ইচ্ছা করছিল। টিটি তে লেখার নিয়ম না জানার কারনে লিখতে পারি নাই। এটাই আমার প্রথম টিউন। আমার দুইটা প্রশ্ন আছে। উত্তর পেলে খুশি হব।
১. সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করার মন-মানসিকতা নিয়ে বসে আছি। কিন্তু কোনো সঠিক দিক নির্দেশনা পাচ্ছিনা। কয়েকদিন আগে একটি সাইটের সন্ধান পাই, যারা ১৬৩০০/- (ষোল হাজার তিনশত টাকা মাত্র) এর বিনিময়ে সিপিএ মার্কেটিং এর উপর কোর্স করাচ্ছেন। কোর্সটি পাবনায় গিয়ে করতে হবে। ভদ্রলোকের সাথে আমি ফোনে যোগাযোগ করি। তিনি বললেন, তার কোর্সটি একবার করলে সারাজীবন আয় করা যাবে। আমার এবিষয়ে অভিজ্ঞতা নেই বললেই চলে। আপনাদের কারো কি এই সাইট বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা আছে। থাকলে মতামত দিন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌছাবো। অথবা এর বিকল্প কোনো প্রতিষ্ঠান থাকলে তাও জানাবেন।
২. এফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং এর জন্য আমার email extractor free & full version সফটওয়্যারটা লাগবে। কোথায় পাব? অনেক জায়গায় ট্রাই করেছি। অনেক সাইট থেকে ডাউনলোড করলাম। সব সাইটে হয় trial version, নাহয় বেকাজের জিনিস। আপনাদের কারো কাছে যদি এই সফটওয়্যারটির ব্যাকআপ থাকে, তাহলে জানাবেন। অথবা টিটিতে যদি এটা নিয়ে কোন টিউন থাকে, তাহলে লিঙ্ক টা দিয়েন।
আপনার সবাই দোয়া করবেন, যেন ভালমানের ফ্রীল্যান্সার হতে পারি।
ধন্যবাদ।
আমি কামরুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি ব্যাপার? কেও কি আমার প্রশ্নের উত্তর দিবেন না?