আমি জানি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেশীর ভাগ কাজ যথেষ্ট পরিশ্রমের উত্তপ্ত পরিবেশ, মেশিনের শব্দ ইত্যাদি , কোন কোন কাজে সারাদিন দৌড়ের ওপর থাকতে হয়। তবে আমার মনে হয় যারা নেটওয়ার্ক এর কাজ করে তাদের কাজ হয়ত এত পরিশ্রমের না।
আমি তাই মনে করি মেয়ে মানুষের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং না পড়াই ভাল
নেটওয়ার্কিং কাজ কি মেয়েদের জন্য উপযোগী? বা অন্য কন কাজ? বা অন্য কোন পড়াশুনা
আমি আমার বোনের জন্য সাজেশন চাচ্ছি
আমার জানায় অবশ্যই স্বল্পতা আছে , আপনি আপনার মতামত প্রাণখুলে প্রকাশ করুন
ধন্যবাদ
আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চলছি
EEE পড়াতে পারেন,যদি মেয়েদের কথা জিজ্ঞেস করেন আমার ইউনিতে আমাদের সিরিজে EEE তে প্রায় ১১টা মেয়ের মত পড়ে।আর আজকাল কাজের পরিবেশ চেঞ্জ হচ্ছে। আপনি CSE তে পড়াতে পারেন। তবে EEE তে পরে ডেস্ক জব করা সম্ভব,CISCO করা থাকলে নেটওয়ার্কিং এ কাজ করতে পারবে।