career নিয়ে একটু পরামর্শ চাই?(EEE for female)

আমি জানি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেশীর ভাগ কাজ  যথেষ্ট পরিশ্রমের উত্তপ্ত পরিবেশ, মেশিনের শব্দ ইত্যাদি , কোন কোন কাজে সারাদিন দৌড়ের ওপর থাকতে হয়। তবে আমার মনে হয় যারা নেটওয়ার্ক এর কাজ করে তাদের কাজ হয়ত এত পরিশ্রমের না।

আমি তাই মনে করি মেয়ে মানুষের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং না পড়াই ভাল

নেটওয়ার্কিং কাজ কি মেয়েদের জন্য উপযোগী? বা অন্য কন কাজ? বা অন্য কোন পড়াশুনা

আমি আমার বোনের জন্য সাজেশন চাচ্ছি

আমার জানায় অবশ্যই স্বল্পতা আছে , আপনি আপনার মতামত প্রাণখুলে প্রকাশ করুন

ধন্যবাদ

Level 0

আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চলছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

EEE পড়াতে পারেন,যদি মেয়েদের কথা জিজ্ঞেস করেন আমার ইউনিতে আমাদের সিরিজে EEE তে প্রায় ১১টা মেয়ের মত পড়ে।আর আজকাল কাজের পরিবেশ চেঞ্জ হচ্ছে। আপনি CSE তে পড়াতে পারেন। তবে EEE তে পরে ডেস্ক জব করা সম্ভব,CISCO করা থাকলে নেটওয়ার্কিং এ কাজ করতে পারবে।

উত্তর দেবার জন্য ধন্যবাদ
প্রথমে দেবার জন্য আরও একবার ধন্যবাদ
ডেস্ক জব বলতে কি শুধু সিসকো বোঝাছেন নাকি আরও কিছু ,কষ্ট করে একটু ডিটেইলস লিখলে খুব ভাল হত

ডেস্ক জব তো মনে হয় তুলনামূলক কম?
শুধু সিসকো এর নির্ভর করা কি ঠিক হবে?

ধন্যবাদ

    আজকাল অনেক জায়গায় EEE কে নেয় যেখানে জব টা হার্ড না,যেমন বিভিন্ন ব্যাংক গুলোতে সিস্টেম ইঞ্জিনিয়ার, কোম্পানীতে আইটি অফিসার, আজকাল প্রচুর জায়গায় EEE টীচার নেওয়া হয়।
    সিসকোর দুটা কোর্স আছে,প্রথম টা ব্যাসিক,পরেরটা ফুল প্রোফেশনাল,তবে EEE অনেক কে আমি সিসকোর ব্যাসিক কোর্স করতে দেখেছি,সেটা অনেক হেল্প করে। এছাড়া প্রোগ্রামিং বা ডিজাইন(সার্কিট) এ দক্ষ হলে তো আরও ভাল চাহিদা।
    তবে তারপর যদি দ্বিধায় থাকেন তাহলে আমি CSE নিতে বলব।
    কোন ইউনি তে ভর্তি করাতে চাচ্ছেন?

    সার্কিট ডিজাইন কি মাইক্রো কন্ট্রলার রিলেটেড?

    ধন্যবাদ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ইইই

    মনে হয় UITS

"মেয়ে মানুষ" শব্দটা মেয়েরা শুনতে পছন্দ করে না এটা জানেন তো? তাকে তাই পছন্দ করতে দিন যা সে করতে পছন্দ করে। যে কোন সাবজেক্ট এ ভাল রেজাল্ট করলে কাজের অভাব হবে না। 🙂

ভাই পড়লে সবই সহজ না পড়লে সবই কঠিন। আর পরিশ্রমের কথা যদি বলেন EEE বা engineering এর চেয়ে medical আমার কাছে বেশি কঠিন মনে হয়(অন্তত আমার কাছে)। কাজেই আপনার বোনকে EEE বা CSE বা অন্য engineering subject পরতে দিতে পারেন। ভালভাবে পাস করতে পারলে এক্সট্রা কোন কোর্স ছাড়াই ভাল চাকরি(deskjob বা কম পরিশ্রমের) পাবা সম্ভব। আর একান্তই যদি মনে করেন আপনি কোন পরিশ্রম ছাড়াই আপনার বোনকে পড়াতে ইচ্ছুক তাইলে না পড়ানোই উত্তম ( রাগ করবেন না, আমি কটাক্ষ করছি না)।

    ভাই আমি পড়ার কথা বলি নাই, পড়ার পরে চাকরীর কথা বলছি

    ধন্যবাদ

ছেলে মেয়ে বলে কোনো কথা নাই। যে যে বিষয়ে আগ্রহী তাকে সেটা নিয়েই পড়া উচিত। আর ক্যারিয়ার গড়তে হলে তো কষ্ট করতে হবেই বলে বিশ্বাস করি। আমাদের ইউনি তে ETE (টেলিকমিউনিকাশান ইঞ্জিনিয়ারিং) এ ৩০ এ ২১ টা মেয়ে। ব্যাপার না।

    আগ্রহ যদি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়, সমস্যা তো এটাই
    ধন্যবাদ

Dear শাহেদ ভাই,
আপনার একটা জিনিস জানা দরকার যে পড়াশুনা আর চাকুরী দুইটা আলাদা জিনিস, EEE/ECE/ETE/CSE সবই প্রায়একই জিনিস। পাওয়ার জেনারেশন ছাড়া বাকি সব কাজের জন্য (ডেক্সটপ) যে কোন একটা ডিগ্রি হলেই চলে। মূলকথা হল আপনি কথাই কাজ করবেন তার ইচ্ছা শক্তির উপর।

    মনের কথা বলছেন
    ধন্যবাদ

    একদম ঠিক। আমার CS পড়ার ইচ্ছা ছিল। কিন্তু এখানে CSE পড়তে যেয়ে EE না ETE না CE পড়তেছি বুঝতেছিনা।

আমাদের সাথে মেয়ে কম।মাত্র ৩ টা। 😆 তবে এখন কাজের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে।ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেই যে মাঠপর্যায়ে বা ফ্যাক্টরিতে কাজ করতে হবে সেটা না।যদি এই সাব্জেক্ট এ পড়ার আগ্রহ থাকে তবে পড়াতে পারেন।কাজের ক্ষেত্র সে নিজেই সুবিধামত খুজে নিতে পারবে।

Level 0

আরে এখানে তো সব দারুন কথা চলছে! যাই হোক,আমি টেকটিউনের new সদস্য. in fact এ article দেখে কিছু comment করার জন্য সদস্য হলাম। আমি ও ১জন মেয়ে। মাত্র graduation শেষ করলাম in EEE. এখন আমাকে জব পেতে অনেক প্রবলেম করতে হচ্চে।আমি কোন ভালো জব ই পাচ্চি না। ভিভা বোর্ড এ গেলে আমাকে আস্ক করে আপনি মেয়ে হয়ে Dhakar বাইরে যেতে প্রব্লেম হবেনা? আর আমি জতই confident থাকি না কেন, কোন কাজ হচ্চে না। আমি নিজেও চাই সবার এই mentality change হক। ও আমার মত আর মেয়েরা ভালো জব পাক। thanks!