অতিসত্বর টেকটিউনস এডমিনের দৃষ্টি আকর্শন করছি!!!!

আমি ইদানীং একটি বাজে সমস্যার মুখামুখি হচ্ছি, আমার কিছু টিউনের পিকচার অন্য টিউনের পিকচার দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, যার ফলে অনেক ভিজিটর টিউনের মর্মার্থ বুঝতে পারছেন না।

এত কস্ট করে টিউন করার পর যদি এই অবস্থা হয় তা অত্যান্ত দুঃখজনক।

তাই এডমিন কে নিচের টিউন গুলো দেখার জন্য অনুরোধ করছি

ভুলে যাওয়ার সময় হয়েছে “Usb Disc Security” এর কথা, ডাউনলোড করুন Outsanding এবং অত্যান্ত কাজের একটি ইউএসবি এন্টিভাইরাস “Autorun Remover v3″ (Pre-activated)

জিপির মডেম দিয়ে চেক করুন আপনার ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যন্ডউইথ।

https://www.techtunes.io/hacking/tune-id/48455/

“ফ্লাশব্যাক টেকটিউনস ২০১০”, চলুন কিছুক্ষনের জন্য ফিরে যাই ২০১০ সালে।

আপাতত এই কয়টা টিউন চোখে পরেছে তাই শেয়ার করলাম, আর কয়টা তে হয়েছে তা বলতে পারবো না।

তাই এডমিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আকাশ

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনটি দেখা হয়েছে এবং শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ

এই প্রবলেমটা আমারও হয়েছিল। যেটা সমস্যা সেটা হল, আপনি আপনার ছবিগুলো আগে ইমেজ গ্যালারী/লাইব্রেরীতে আপলোড করে তারপর লিংক রেফারেন্স দিয়ে ইনসার্ট করছেন। আমরা সাধারনত: যেটা করি, একটা স্ক্রিনশট নেবার জন্য প্রিন্টস্ক্রিন কমান্ডে ডিফল্ট নামে (যেমন: clip1.jpg, clip2.jpg, image1.jpg, image2.jpg ইত্যাদি) একটি ছবি টেকটিউনসের ইমেজ গ্যালারী/লাইব্রেরীতে সেভ করি। এভাবে আপনার একাধিক টিউনের জন্য যদি একই নামের ফাইল সেভ হয়ে থাকে তাহলে আপনি এই সমস্যায় পড়বেন। তাই, প্রত্যেকটি ছবি সেভ করার সময় ইউনিক নাম দিয়ে সেভ করুন (যেমন: laptopdell.jpg, cellnokia1600.jpg ইত্যাদি)। আশা করি সমাধান পাবেন।