উইন্ডোজ সেভেনে কিভাবে ড্রাইভ হাইড করে

আমি এক্সপিতে ড্রাইভ হাইড করতে পারি কিন্তু উইন্ডোজ সেভেনে পারি না এখন উইন্ডোজ সেভেনে কিভাবে ড্রাইভ হাইড করা যায় এমন কোন সফটয়ার কারো জনা থাকলে লিংকটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো। আমর কাছে একটি সফটয়ার ছিলো যেটি দিয়ে অনেক চেষ্টা করেও হয় নি।

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি সুন্দর একটি সাহায্য চেয়েছেন। Run(ctrl+R)>diskpart>enter> list volume>enter>(দেখুন এখানে আপনার সব ড্রাইভের লিষ্ট আছে)। এর পর select volume 2/3/4>enter অর্থাৎ আপনি যে ড্রইভ টি হিডেন করবেন। (দেখুন লিষ্ট এর বাম পাশে volume & volume number দেয়া আছে।) এরপর remove letter M/N/O/P> enter। অর্থাৎ ড্রাইভ এর লেটার নাম যেমন (A,B,D) যেটা হিডেন করবেন সেটা লিখুন।
এরপর হিডেন out:My computer>right bottom click> manage>disk management> যেটা হিডেন আছে সেই ড্রাইভ ‌এ ডান বাটন এ click করে change drive letter and paths এ click করুন এরপর ADD> ok. আপনার কাজ শেষ। এখন দেখুন আপনার ড্রাইভ চলে এসেছে।

ভালো থাকুন।

    হু। বারবার ড্রাইভ লেটার অ্যাড রিমভ করতে যেয়ে পার্টিশনই মুছে ফেলতে পারে। হেরার আলো ভাই আপনি Power Pack নামের এই সফটওয়্যার ব্যাবহার করে দেখেন। এতা দিয়ে যেসব ড্রাইভ হাইড করবেন তাতে টিক দিয়ে রিস্টার্ট দিন। দেখবেন ওই ড্রাইভ মাই কম্পিউটার এ দেখাবেনা। মজার ব্যাপার, লুকানো ড্রাইভ দেখতে হলে রান এ যেয়ে এ ওই ড্রাইভ এর ঠিকানা লিখে এন্টার দিলেই ঢুকে যাবে। আর চাইলে বিটলকার দিয়ে লক রাখুন। পাসওয়ার্ড ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবেনা। এটা উইন্ডোজ ৭ এই থাকে।

    Power Pack এর লিঙ্ক http://www.tweaknow.com/powerPack.php

এখানে আপনার পার্টিশনের কোন সমস্যা হবেনা। আমি অনেকদিন যাবত এভাবে ব্যবহার করি। উইন্ডোস ৭ এ আপনি কোন সফটয়ার ছাড়া যে কোন ফাইল বা ফোল্ডার লক কিতে পারেন।

ভাই উইন্ডোজ সেভেনে বিট লকার দিয়ে কি কি করা যায়। কেউ কি জানেন।

Level 0

amr akta hlp lagbe ami new user ,, join disi matro,, ami hacker hote chai anybody hlp me???? pls hlppppppppppppppppppppppppppp