ওয়ার্ডে ফন্ট সমস্যা

আশা রাখি সবাই ভাল আছেন।  আমার পূর্বের টিউনে ব্লুটুথ সম্পর্কে সাহায্য চেয়ে উপকৃত হয়েছি। ধন্যবাদ মিনহাজুল হক শাওন ভাইকে। আরও একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও আমার মনে হয় সমস্য খুব একটা গুরতর নয় তবুও আমি ধরতে পারছিনা। সমস্যা হল ওয়ার্ডে টাইপ করলে নিচের ছবির মত দেখায় সমাধান চাই।

Level 0

আমি moskats। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার Spelling & Grammar অপশনটি চালু করা আছে । আপনি Tools > Option থেকে Spelling & Grammar ট্যাবটিতে ক্লিক করুন এবং সেখান থেকে চেকগুলি উঠিয়ে দিয়ে এটাকে বন্ধ করে দিন । আমি Word Install দেওয়ার সময়ই এটি Un-check করে দিই যেন এটি Install না হয় । আমার PC তে বর্তমানে Spelling & Grammar অপশনটি Installed নেই ।

Level 0

ধন্যবাদ আপনাকে তবে কাজ হয় নাই্

Level 0

আবারো আপনাকে ধন্যবাদ। তবে অভ্র সম্পর্র্কে আমি আগে থেকে জানতাম।

Level 3

আরে ভাই এটা তো খুবই সোজা। আপনার টুলবারে উল্টা হাতের একটি কিউ q রয়েছে তা অফ করে দিন। এটা অন থাকলে স্পেস, প্যারাগ্রাফ, ট্যাব ইত্যাদি শো করে। এটাকে শো/হাইড বাটন।

Level 0

ধন্যবাদ আপনাকে তবে কাজ হয়েছে।