প্রথমেই বলে রাখি যে বিষয়ে সাহায্য চাচ্ছি সেই বিষয়ে আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই ।
গেম খেলার জন্য একটা গ্রাফিক্স কার্ড কিনতে চাচ্ছি। কিন্তু আগেই তো বললাম আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। তাই কি করবো বুঝতে পারছি না। বাজেট সর্বসাকুল্যে ৩৫০০-৪০০০ টাকা। ৫১২ মেগাবাইট হলেই সম্ভবত চলবে। আমার পিসির কনফিগারেশন -
সিপিইউ- Intel® Pentium® CPU E5300 @ 2.60GHz
র্যাম- ১জিবি
মনিটরের রেজুলেশন- ১০২৪X৭৬৮
এই বিষয়ে সাহায্য চাচ্ছি। নির্দিষ্ট একটি মডেলের নাম দিলেও চলবে।
আরেকটা প্রশ্ন-
নেটে ঘেটে কিছু গ্রাফিক্স কার্ড দেখলাম। কিন্তু আমার এই ছালছিলা কনফিগারেশনের পিসিতে গ্রাফিক্স কার্ড সাপোর্ট নিয়ে সমস্যা হবে কি? মানে সব গ্রাফিক্স কার্ড কি আমার পিসিতে চলবে?
আমি সাইদ বিন হাবিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ATI Radeon 4650 কিনতে পারেন। 4200tk পরবে। 1gb 🙂