গ্রাফিক্স কার্‌ড বিষয়ক সাহায্য

প্রথমেই বলে রাখি যে বিষয়ে সাহায্য চাচ্ছি সেই বিষয়ে আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই ।

গেম খেলার জন্য একটা গ্রাফিক্স কার্‌ড কিনতে চাচ্ছি। কিন্তু আগেই তো বললাম আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। তাই কি করবো বুঝতে পারছি না। বাজেট সর্‌বসাকুল্যে ৩৫০০-৪০০০ টাকা। ৫১২ মেগাবাইট হলেই সম্ভবত চলবে। আমার পিসির কনফিগারেশন -

সিপিইউ- Intel® Pentium® CPU E5300 @ 2.60GHz
র্যাম- ১জিবি
মনিটরের রেজুলেশন- ১০২৪X৭৬৮

এই বিষয়ে সাহায্য চাচ্ছি। নির্‌দিষ্ট একটি মডেলের নাম দিলেও চলবে।

আরেকটা প্রশ্ন-

নেটে ঘেটে কিছু গ্রাফিক্স কার্‌ড দেখলাম। কিন্তু আমার এই ছালছিলা কনফিগারেশনের পিসিতে গ্রাফিক্স কার্‌ড সাপোর্‌ট নিয়ে সমস্যা হবে কি? মানে সব গ্রাফিক্স কার্‌ড কি আমার পিসিতে চলবে?

Level 0

আমি সাইদ বিন হাবিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ATI Radeon 4650 কিনতে পারেন। 4200tk পরবে। 1gb 🙂

ATI Radeon HD 5450 নিয়া নেন। ডিরেক্ট এক্স ১১ সাপোর্ট, ১জিবি মেমরি, ৬৫০ মেগাহার্টজ ক্লক স্পীড আর জিডিডিআর৩ ডাটা রেট। ৪০০০ দাম।

    নিচের লিঙ্কে একটা জিনিস দেখলাম-
    Memory Sizeঃ
    1GB Memory Bus : 64 Bit

    ৬৪বিট বলতে কি বুজাচ্ছে?

    <img src="http://img641.imageshack.us/img641/963/screenshotofx.png&quot; />
    মাদারবোর্‌ডের ইনফোর একটা ছবি দিলাম। গ্রাফিক্স কার্‌ডটা কি এতে চলবে?

    আপনার তো ইনটেল D945GTP মডেলের বোর্ড। এটা PCI Express x16 video card সাপোর্ট করে। x16 2500-5000 হার্টজ ক্লক সাপোর্ট করে। ৫৪৫০ এর ৬৫০হার্টজ। বাস বলতে বোঝায় একসাথে কতটুকু ডাটা প্যাকেট রিড হয়। দ্রুত read হলে output দ্রুত হবে। আপনার মনিটর এর রেজোলিউশান এর সাথে বাস দেখে নেওয়া ভালো। ধরুন বাস ২৫৬। তাহলে মনিটর ছোট হলে ১২৮ বাস ব্যাবহৃত হবে আর বাকিটা অব্যাবহৃত থাকবে। আবার মনিটর বেশি বড় হলে বাস বেশি লাগবে কারণ বেশি পরিমাণ output থ্রো করতে হবে। তাই বাস বেশি কিনলেই যে ভালো তা না। বেশি বাস কিন্তু কম output নিলে খরচ তো বেশিই, পাওয়ার ও বেশি যাবে। আশা করি বুঝেছেন।

    আমার ১২৮ বাস। মনিটর ১৪৪০x৯০০। তাই সমস্যা হয়না। ১৬০০x১২০০ হলে ২৫৬ বাস দরকার।

    পাওয়ার সাপ্লাইর এর বিষয়ে কিছু বললে খুশি হতাম। আমার কি আলাদা পাওয়ার সাপ্লায়ার লাগবে?

    হু এটা ভাবনার মত বিষয়। যেটার কথা বললাম, সেটার জন্য দরকার ৪০০ ওয়াট সাপ্লাই। বাজারে কেসিং এ যেটা থাকে সেটা ১৫০/২০০ এর মত থাকে। জেনুইন ৪০০ ওয়াটের দাম সারে চার হাজার টাকা, তাহলে বুঝুন ২০০০ টাকার কেসিং এ কত থাকে। আপনার কেসিং এ ৪০০ লেখা থাকলে হয়ত চালাতে পারবেন। তবে আমার ঝামেলা করত, ভালো কোয়ালিটিতে খেলতে যেয়ে আটকে যেত। পরে ৭০০ টাকা দিয়ে ৪০০ ওয়াট লেখা (মিটার দিয়ে মেপে নিলে ৩০০ এর কাছাকাছি পাবেন) কিনেছি। এখন ভালোই চলছে।

    অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রয়োজন হলে কিন্তু আবার আপনাকে টোকা দেব।

    হাহা। দিয়েন 🙂

    ভাইয়া, এইখানে (http://forum.projanmo.com/topic26266.html) শুনলাম, আপনি যেটি বললেন সেই একই মডেলের গ্রাফিক্স কার্‌ডে পাওয়ার সাপ্লায়ার লাগবে না। একটু বিষয়টা বুঝিয়ে বলবেন কি?

    ভাই আপনার কেসিং এর সাথে তো পাওয়ার সাপ্লাই দেওয়াই থাকে। সেটা দিয়ে কাজ হয়ে যায় 🙂 যদি সেটা নিম্নমানের হয় তাহলে তো সমস্যা হবেই তাইনা?

লিনাক্স ইউজার হলে যথাসম্ভব চেষ্টা কইরেন nvidia চিপসেটগুলো এড়িয়ে যাওয়ার।

    বাবর ভাই, মিন্টে ঝামেলা হইসে। টার্মিনাল খুললে একটা করে কার্টুন আসেনা? ওইটা আর আসতেছেনা। কী যেন এরর দেখাচ্ছে, কি করমু? 🙁

    ওইটারে ফরচুন নাকি যেন বলে। কি মেসেজ দেয়?

    অফকোর্‌স লিনাক্স ইউজার। Ati গুলো কি কোনো ঝামেলা করে?

    লিনাক্সের জন্য nvidia এর চাইতে ATI বেটার সলুশন।

    @বাবর ভাই, এটা দেখায়

    /usr/bin/mint-fortune: line 35: [: ==: unary operator expected
    minhazul@mhs ~/Desktop $

    কি করমু? আর একটা হেল্প করেন। আমি বুটলোডারে শুধু গ্রাব দিব। উইন্ডোজ এর লোডার রাখবনা। আমি মিন্ট ইন্সটল করার পর গ্রাবই ছিল। কিন্তু পরে উইন্ডোজে EasyBCD দিয়ে MBR এ উইন্ডোজ লোডার লাগিয়ে দিয়েছি। কিভাবে কোথায় সাহায্য পাবো বলেন।

    গ্রাব আপডেট করার জন্য এটা দেখুনঃ http://dl.dropbox.com/u/4594382/GRUB%20Update.pdf

মডারেটরদের উদ্দেশ্যে বলছি-
পোস্টটা এখনই সাহায্য বিভাগ থেকে সরিয়ে দিয়েন না। আর কোনো সাজেশন পায় কিনা দেখি। প্রয়োজন ফুরালে আমি নিজেই সরিয়ে দেব।