আমি start menu বা desktop shortcut বা কোন ড্রাইভ থেকে কোন প্রোগ্রাম বা ফাইল ডাবল ক্লিক করে ওপেন করতে চাইলে, Open With... ডায়লগ বক্স আসছে। কোন প্রোগ্রাম রান করতে পারছি না।
Add or Remove Program's এ ঢুকতে পারছি না। rundll32.exe ফাইলটি মিসিং দেখাচ্ছে। কিন্তু এটা ঠিক জায়গাতেই আছে।
খুব সমস্যায় আছি একটু হেল্প প্লিজ।
আমি প্রশ্নবোধক (?)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
" ইস্পাত" ক্ষয়ে যায় তবু মরিচা ধরেনা, ভেংগে যায় তবু মচকায় না......
ভাইরাস জনিত সমস্যা অথবা আপনার উইন্ডোজে অন্য কোন সমস্যা থাকতে পারে । উইন্ডোজটি সেটাপ দিয়ে নিন এবং ভাল Antivirus ব্যবহার করুন । উইন্ডোজ সেটাপ না দিতে চাইলে সম্যাসাটির পূর্বে থেকে System Restore করুন ।