ভাই,ফেসবুকে সমস্যায় পড়েছি…সাহায্য চাচ্ছি

এর আগে আর কোন পোস্ট করিনি আমি..তবে সাইটি খুব ভাল লাগে..অনেক কিছু শেখা যায়
গত দুই দিন আমার ফেসবুকে খুব সমস্যায় পড়েছি। লগইন করলে চিত্রের মত জিনিস দেখায়,তারপর যে কোন কমেন্ট বা লাইক বা কিছু করতে গেলে বারবার লগইন করতে বলে,বুঝতে পারছি না কি করব বা কি সমস্যা। নতুন হিসাবে সবার কাছে সাহায্য চাচ্ছি

Level 0

আমি মুক্ত আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তির প্রতি আগ্রহ। তাই, নতুন কিছু জানার আশায়.......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমিও এই সমস্যাটা আজকে থেকে face করতেছি।
আমি আর আপনি একই পথের পথিক।

ami o ei problem a achi

Level 0

আমার এই সমস্যা হএছিল।
click continue, তারপর একটা map আসে যাতে দেখান হয় কওথা থেকে log in করা হএছে account এ। সেখান থেকে লগ ইন করিনি তাই I don't recognized এ ক্লিক করে,password change করে account ফিরে পেছিলাম। দেখুন এই প্রসেস আপনাদের কাজে আসে কিনা।

    ইনি যেভাবে বলেছেন সেভাবে করুন,আশাকরি ঠিক হয়ে যাবে।এটা মাঝে মাঝে ৩য় পক্ষের কোন সফটওয়ার(স্ল্যাপ্টু,ইউসি,অপেরা মিনি) ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করলে অথবা রেফারেল লিংক ব্যবহার করলে এই চেকপয়েন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করতে বলে।

    Level 0

    Thanks

Amar o same problem help

কেউ সমাধান পাইলে জানাবেন।তবে প্রমানিত সমাধান হতে হবে।আন্দাজে সমাধান দিয়ে পন্ডিত্বের ভাব নিলে খবর আছে।

    Level 0

    মন্তব্য করার জন্য ধন্যবাদ

Amaro erokom hoecelo r houar karon nisachor nayem vai ullek korecen.r somadan busra bhai er coment a

    Level 0

    Thanks for ur comment

ভাই আমি ও একি সমস্যায় আছি

আমি একটু আগে একটা কার্যকরি সমাধান পেলাম এবং আমি নিজেও সফল।আপনার ফেসবুক এ Unfriend নামের অপশনটি রিমুভ করে দিন।এবর Mozilla Firefox থেকে এর Addons টি ও রিমুভ করুন।ব্যস,কাজ শেষ।Happy Enjoy…

    আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু রিমুভ করার পরেও একবার চেক পয়েন্ট দেখিয়েছিল। এখন আবার ঠিক চলতেছে।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বুশরা,নিশাচর নাইম আপনাদেরকেও অনেক ধন্যবাদ।

তবে আমার মনে হয় Unfriend অপশন বাদ দেওয়ার পর পাসওয়ার্ডটা একবার চেন্জ করে নিলে ভাল হয়।

আবারও সবাইকে ধন্যবাদ।

পাসওয়ার্ড নিয়ে সমস্যা হওয়ার কথা না।আমার মনে হয় unfriend এপ্লিকেশনটি তে সমস্যা দেখা দিয়েছে।এবং এটি ফেসবুকের কাছে স্প্যাম হিসেবে গণ্য হচ্ছে।তাই ফেসবুক এমন সিকিউরিটি ওয়ার্নিং দিচ্ছে বার বার। যাইহোক এটা যদিও বিরক্তির কারণ ছিল,তবুও আমাদের উপকারই এর উদ্দেশ্য।ধন্যবাদ সবাইকে।

    আপনাকে আবারও ধন্যবাদ ভাইয়া। এখন আর সমস্যা নাই।