আমি অনেকদিন আগে freelancer মেম্বর হইছিলাম লোভ করে। আসলে আমার freelancing করার জন্য উপযুক্ত অভিজ্ঞতা বা ক্ষমতা নেই। কিন্তু বিপদে পড়েছি এখন কারন আমার ই-মেইলে প্রতিদিন অনেক মেইল করা হয় এই সাইড থেকে। যা আমার জন্য একেবারেই অপ্রয়োজনীয়। একই সাথে খুবই বিরক্তিকর। আমি freelancer একাউন্ট বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। প্লিজ ভাই হেল্প করুন। আমার মেইল ব্যবহার করায় বেশ অসুবিধা হচ্ছে। অন্তত যদি এই সাইড থেকে কোন ধরনের আর মেইল বা স্ম্যম না আসতো তাহলে বেশ প্রশান্তির নিঃশ্বাস ফেলতাম।
আমি Rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মেইলে ফ্রিল্যান্সার থেকে আসা কোন মেইল সিলেক্ট করে Mute করে দেন।আর ফ্রিল্যাঞ্চার থেকেও এগুলো বন্ধ করা যায়।