আজকে একটা আই ফোন ৩ পেলাম। 🙂 তবে আধা নষ্ট। আমার বসের ফোন, তার হাত থেকে বেসিন এর সামান্য পানিতে পড়ে সমস্যা দেয়া শুরু করে। পরে তিনি ওইটা বাদ দিয়ে আইফোন ৪ কিনে নেন এবং আমার মামার বাড়ি সুলভ আবদারের প্রেক্ষিতে আমাকে হতবাক করে দিয়ে আজকে ওইটা আমাকে দিয়ে দেন। :-B এখন আপনারা যদি আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেন তবে আমার মত গরিবের আইফোন ব্যাবহারের স্বপ্ন সত্যি হতে পারে। 🙂
ফোনের সমস্যাবলীঃ
১) ফোন চালু হয়, তবে ২-৩ মিনিট পর হটাত করে ডিসপ্লে চলে যায় এবং আবার ডিসপ্লে আসে। তখন আপেল এর ছবিটা আসে, তারপর একটা বেকা তেরা আপেল এর ছবি আসে যেখানে কঙ্কাল এর মাথা দেখা যায়। ২ মিনিট পরে ফোনটা পুরা চালু হয়। নেটওয়ার্ক এর জায়গায় searching লিখা উঠে। আবার ২-৩ মিনিট পর একই ঘটনার পুনরাবৃত্তি। :#(
২) সবচে বড় সমস্যা- সিম ঢুকালে সিম পায় না। no service উঠে থাকে। :#(
কোথায় ঠিক করা যায়, কত টাকা লাগে, বা আমি নিজেই কিছু করতে পারি কিনা- এসব উপদেশ দিয়ে যদি কেউ সাহায্য করেন তবে বড়ই কৃতার্থ হব।
পোস্টটি somewhereinbolg.net এ ও প্রকাশিত হয়েছে।
আমি সাইদুর IAP। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কই থাকেন। সামুর লিঙ্ক দেন।