টেকটিউনে প্রথম পোস্ট... ভুল ত্রুটি মার্জনীয় 🙂
৭ বছর ধরে এক্সপি ইউজ করছি। গতকাল মজা দেখার জন্য লিনাক্স ইন্সটল করলাম, এক্সপি আর সেভেন এর পাশাপাশি। উবুন্তু 10.04 LTS। মজাই লাগছে, বিশেষ করে ভিজুয়াল টা ফাটাফাটি। আমার লিনাক্স এর ব্যাপারে আইডিয়া খুব কম, খালি এতটুক জানি যে লিনাক্স দিয়ে উইন্ডোজ এর ফাইল সিস্টেম অ্যাক্সেস করা যায়না। কিন্তু ইন্সটল এর পর মাথায় ঠাডা পড়ল। আমার ৪টা হার্ড ডিস্ক এর ৩টা লিনাক্স দিয়ে খুব ভাল মত অ্যাক্সেস হচ্ছে 😐 ক্যান হয়, তাও জানিনা, বাকিটা ক্যান হয়না তাও জানিনা 😐
গুগল মামার কাছে গেলাম, দেখলাম মিডিয়া মাউন্ট করা টাইপ কিছু ব্যাপার স্যাপার আছে। আমি ভাই এক্সপি ইউজার। সিডি মাউন্ট ছাড়া আর কোন মাউন্ট বুঝিনা 😐
এখন কিঞ্চিত চিপায় আছি। লিনাক্স মামার খাতিরে আমার আপত্তি নেই, কিন্তু একদিন যদি দেখি লিনাক্স থেকে রাইট করা সব ফাইল লিনাক্স উইন্ডোজ দুই OS থেকেই মুছে গেছে, কার কাছে গিয়ে কাদতাম? 🙁 কাজেই ইচ্ছা মত মাউন্ট আনমাউন্ট করতে চাই, আন্দাজে না, লিনাক্স মামার দয়ায়ও না। কোন টেকি গুরুর কাছে সমাধান আছে? থাকিলে চিরঋণী থাকিব 😀
আমি saimon_imtiaz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আপনি যদি উইন্ডোজ এর ড্রাইভ এ অর্থাৎ সি তে লিনাক্স ইন্সটল করেন, তাহলে তো উইন্ডোজ এর ড্রাইভ এ ধুকতে পারবেন না। আর লিনাক্স থেকে সহজেই উইন্ডোজ (আসলে NTFS) ড্রাইভ মাউন্ট করা যায়। কিছু করা লাগেনা। ক্লিক করলেই হয়। বুঝেছেন?