সমস্যা গুরুতর : লিনাক্স আমারে এত খাতির করে ক্যান!

টেকটিউনে প্রথম পোস্ট... ভুল ত্রুটি মার্জনীয়  🙂

৭ বছর ধরে এক্সপি ইউজ করছি। গতকাল মজা দেখার জন্য লিনাক্স ইন্সটল করলাম, এক্সপি আর সেভেন এর পাশাপাশি। উবুন্তু 10.04 LTS। মজাই লাগছে, বিশেষ করে ভিজুয়াল টা ফাটাফাটি। আমার লিনাক্স এর ব্যাপারে আইডিয়া খুব কম, খালি এতটুক জানি যে লিনাক্স দিয়ে উইন্ডোজ এর ফাইল সিস্টেম অ্যাক্সেস করা যায়না। কিন্তু ইন্সটল এর পর মাথায় ঠাডা পড়ল। আমার ৪টা হার্ড ডিস্ক এর ৩টা লিনাক্স দিয়ে খুব ভাল মত অ্যাক্সেস হচ্ছে 😐 ক্যান হয়, তাও জানিনা, বাকিটা  ক্যান হয়না তাও জানিনা 😐

গুগল মামার কাছে গেলাম, দেখলাম মিডিয়া মাউন্ট করা টাইপ কিছু ব্যাপার স্যাপার আছে। আমি ভাই এক্সপি ইউজার। সিডি মাউন্ট ছাড়া আর কোন মাউন্ট বুঝিনা 😐

এখন কিঞ্চিত চিপায় আছি। লিনাক্স মামার খাতিরে আমার আপত্তি নেই, কিন্তু একদিন যদি দেখি লিনাক্স থেকে রাইট করা সব ফাইল লিনাক্স উইন্ডোজ দুই OS থেকেই মুছে গেছে, কার কাছে গিয়ে কাদতাম? 🙁 কাজেই ইচ্ছা মত মাউন্ট আনমাউন্ট করতে চাই, আন্দাজে না, লিনাক্স মামার দয়ায়ও না। কোন টেকি গুরুর কাছে সমাধান আছে? থাকিলে চিরঋণী থাকিব 😀

Level 0

আমি saimon_imtiaz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনি যদি উইন্ডোজ এর ড্রাইভ এ অর্থাৎ সি তে লিনাক্স ইন্সটল করেন, তাহলে তো উইন্ডোজ এর ড্রাইভ এ ধুকতে পারবেন না। আর লিনাক্স থেকে সহজেই উইন্ডোজ (আসলে NTFS) ড্রাইভ মাউন্ট করা যায়। কিছু করা লাগেনা। ক্লিক করলেই হয়। বুঝেছেন?

    তাই আপনি অন্য কোনো ড্রাইভ এ লিনাক্স ইন্সটল দেন। তাহলে সি তে ঢুক্তে পারবেন সহজে।

    আমার ৪টা হার্ড ডিস্ক, একটায় এক্সপি, একটায় সেভেন, একটায় উবুন্তু ইন্সটল করা। মাল্টিবুট করিনি, মানুয়াল সিলেকশন (বুটের সময় Shift+F10) করা। কাজেই ও নিয়ে মাথা ব্যাথা নেই। ব্যাথা হল মাউন্ট হওয়া। ৪টা হার্ড ডিস্ক-এর ৩টা অ্যাক্সেস করা যায়, রিড রাইট সহ। এমনকি যে দুটোয় এক্সপি আর সেভেন আছে ও দুটোও। সব NTFS পার্টিশন, এক্সপি আর সেভেন এর উইন্ডোজ ফোল্ডারে পর্যন্ত ঢোকা যায়। খালি একটা হার্ড ডিস্ক এর একটা পার্টিশনে ঢোকা যায়না। আমি খালি এইটা জানতে চাই যে ওটা কি পাপ করল আর বাকি গুলো কি পুন্য করল? আমি লিনাক্স চালাব, লিনাক্স আমাকে চালাবে ক্যান? :S

    হা হা হা …….. আপনি আর একটা কাজ করেন – পঞ্চম একটা হার্ড ডিক্স লাগাইয়া ফেলেন – তাইলেই আপনার চতুর্থ হার্ড ডিক্সটি মাউন্টেড হইয়া যাবে …….. হো হো হো !!! 😆 😆

    আর শাওন – লিনাক্সের কোন হার্ড ডিক্স সিলিন্ডার বাউন্ডারীর Restriction আছে নাকি ❓

    NTFS auto mount করার জন্য ডেবিয়ান প্যাকেজ আছে। দেখতে পারেন 🙂

    তরঙ্গ @ ভাল বলসেন :p Restriction এর ব্যাপার টা ভাবিনি। টোটাল 2.5 TB mount হয়, বাকি 700 GB হয়না। গুগল মামাকে জিজ্ঞেস করা লাগে!