আমি বেশ কিছুদিন যাবত উইন্ডোজ ৭ ব্যবহার করছি। কিন্তু এখন আমার একটি সমস্যা হচ্ছে। আমার হার্ডডিস্ক ১৬০ গিগাবাইট আমি এর ৪টি পার্টিশন করতে চাচ্ছি। কিন্তু বেশ কয়েক বার চেষ্টা করেও সফল হতে পারিনি, তাই আমি টিউনার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আশাকরি কেউ না কেউ আমাকে সাহায্য করবেই। এখন আমার কি করণীয় তা জানিয়ে দিলে আমার অনেক উপকার হত। ধন্যবাদ সকলকে, ভালথাকবেন।
আমি AvBqye। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমারও একি সমস্যা হইছিল , ত আমি তামিম মার্কা বুদ্দি প্রয়োগ করি এবং সফল হই। আপনি এখন এটা করবেন কিনা জানিনা , ত আমার বলার কথা আমি বলছি।
আপনি এক্সপি দিয়ে পার্টিশন দিতে পারেন ত?
* প্রতথমে আপনি এক্সপি সিডি ঢোকান।
* জেবাবে পার্টিশন দেন সেরকম ভাবে ৪ টি ফোল্ডার করে পার্টিশন মারেন।
* যখন এক্সপি এর ফাইল C DRIVE এ কপি হতে থাকবে তখন সিডি বের করে ফেলুন।
* এখন ৭ এর সিডি ঢুকাইয়া পিসি রিস্টার্ট মারেন।
* এইবার আবার ৭ ইন্সটল হচ্ছে দেখবেন। যখন DRIVER OPTION আসবে আপনি তাতে ক্লিক করে গিয়ে দেখুন আপনার ৪ টি ফোল্ডার শো করছে।
* এই বার C FOLDER পরিস্কার করে SETUP দিন।
* এইবার আগের মতই ৭ ইন্সটল করেন।
* SETUP শেষ হলে পিসি ওপেন করে C DRIVE বাদে বাকি ৩ টা DRIVE FORMAT করে নিন।
ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে।