আসসালামু-আলাইকুম/আদাব,
সাহায্য চেয়ে শুরু করলাম আমার প্রথম টিউন......বেয়াদবি হলে আগেই ক্ষমা চাই।
আমি http://www.freelancer.com এ কিছুদিন যাবত কাজ করি। আমার বায়ার (ভারতীয়) আমাকে এ পর্যন্ত 30.60$ পেমেন্ট করেছে। আমি তার কাছে আরও 33$ পাবো। এত দিন আমাকে সে freelancer এর মাধ্যমেই পেমেন্ট করেছে। আজ সে বলে যে, আর ফ্রিলান্সার এ পেমেন্ট দেওয়া যাবেনা, ফ্রিল্যান্সার এ পেমেন্ট দিলে তার ও আমার উভয়েরই আইডি ব্যান হয়ে যাবে। এখন পেমেন্ট নিতে paypal account লাগবে!
আমারতো paypal account নাই। এখন আমি কি করবো?
সে আমাকে প্যাপালে আকাউন্ট খুলতে বলে। আমি যতই বলি প্যাপাল বাংলাদেশ সাপোর্ট করেনা- সে বলে যে, বাংলাদেশের তার আরও client আছে যারা paypal এ পেমেন্ট নেয়।
আমার প্রাপ্ত 30.60$ থেকে freelancer.com চার্জ কাঁটার পর আমার ব্যালেন্স এখন 29.08$। আর মাত্র ০.92$ হলেই আমি Master Card এর অর্ডার দিতে পারতাম(যেখানে আমি আরও 33$ পাব!)। কিন্তু এখন? আপনারাই বলুন। আমারতো মাথায় হাত!!
আপনাদের কাছে আমার প্রশ্নঃ
১। http://www.freelancer.com এ কি আসলেই আর পেমেন্ট দেওয়া যাবেনা?
২। পেমেন্ট দিলে কি সত্যি সত্যি ফ্রিলান্সার আইডি ব্যান হয়ে যাবে?
৩। Paypal এ কি ভাবে account খুলতে পারব এবং খুললে সেটি নিরাপদে কি ভাবে
ব্যবহার করতে পারব?
দয়া করে উক্ত সমস্যা/প্রশ্ন গুলোর সমাধান দিলে কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ......
আমি আবু সায়েম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু বলতে চাই...
ভালো হবে অস্ট্রেলিয়ার কোন অ্যাড্রেস দিয়ে পেপাল আই ডি খোলা। আর যে এলাকার নামে খুলবেন তার জিপ কোড গুগুলে সার্চ দিলেই পাবেন। আর ব্যান এর ব্যাপার? মনে হয় আপনার কন্ট্রাক্টে ৩০ ডলার এর চুক্তি হইছিলো। তাই এর বেশী পেমেন্ট হলে ব্যান এর কথা বলা হয়েছে। পেপাল আনভেরীফাইড থাকলেও আপনার মোবাইলে নিয়ে আস্তে পারবেন। তি টি তেই শাকিল আরেফিনের একটা পোস্ট আছে এটা নিয়ে। আশা করি সমাধান দিতে পারলাম।