পেমেন্ট সংক্রান্ত সমস্যার মধ্যে আছি, সাহায্য চাই…

আসসালামু-আলাইকুম/আদাব,

সাহায্য চেয়ে শুরু করলাম আমার প্রথম টিউন......বেয়াদবি হলে আগেই ক্ষমা চাই।

আমি http://www.freelancer.com এ কিছুদিন যাবত কাজ করি। আমার বায়ার (ভারতীয়) আমাকে এ পর্যন্ত 30.60$ পেমেন্ট করেছে। আমি তার কাছে আরও 33$ পাবো। এত দিন আমাকে সে freelancer এর মাধ্যমেই পেমেন্ট করেছে। আজ সে বলে যে, আর ফ্রিলান্সার এ পেমেন্ট দেওয়া যাবেনা, ফ্রিল্যান্সার এ পেমেন্ট দিলে তার ও আমার উভয়েরই আইডি ব্যান হয়ে যাবে। এখন পেমেন্ট নিতে paypal account লাগবে!

আমারতো paypal account নাই। এখন আমি কি করবো?

সে আমাকে প্যাপালে আকাউন্ট খুলতে বলে। আমি যতই বলি প্যাপাল বাংলাদেশ সাপোর্ট করেনা- সে বলে যে, বাংলাদেশের তার আরও client আছে যারা paypal এ পেমেন্ট নেয়।

আমার প্রাপ্ত 30.60$ থেকে freelancer.com চার্জ কাঁটার পর আমার ব্যালেন্স এখন 29.08$। আর মাত্র  ০.92$ হলেই আমি Master Card এর অর্ডার দিতে পারতাম(যেখানে আমি আরও 33$ পাব!)। কিন্তু এখন? আপনারাই বলুন। আমারতো মাথায় হাত!!

আপনাদের কাছে আমার প্রশ্নঃ

১। http://www.freelancer.com এ কি আসলেই আর পেমেন্ট দেওয়া যাবেনা?

২। পেমেন্ট দিলে কি সত্যি সত্যি ফ্রিলান্সার আইডি ব্যান হয়ে যাবে?

৩। Paypal এ কি ভাবে account খুলতে পারব এবং খুললে সেটি নিরাপদে কি ভাবে

ব্যবহার করতে পারব?

দয়া করে উক্ত সমস্যা/প্রশ্ন গুলোর সমাধান দিলে কৃতজ্ঞ থাকব।

ধন্যবাদ......

Level 0

আমি আবু সায়েম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু বলতে চাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হবে অস্ট্রেলিয়ার কোন অ্যাড্রেস দিয়ে পেপাল আই ডি খোলা। আর যে এলাকার নামে খুলবেন তার জিপ কোড গুগুলে সার্চ দিলেই পাবেন। আর ব্যান এর ব্যাপার? মনে হয় আপনার কন্ট্রাক্টে ৩০ ডলার এর চুক্তি হইছিলো। তাই এর বেশী পেমেন্ট হলে ব্যান এর কথা বলা হয়েছে। পেপাল আনভেরীফাইড থাকলেও আপনার মোবাইলে নিয়ে আস্তে পারবেন। তি টি তেই শাকিল আরেফিনের একটা পোস্ট আছে এটা নিয়ে। আশা করি সমাধান দিতে পারলাম।

    ভাই অনেক ধন্যবাদ।

    আপনি ঠিকই ধরেছেন। আমার প্রথম কন্ট্রাক্ট ৩০ ডলারের ছিল।
    এভাবে প্যাপাল একাউন্ট খুললে সেটি কি নিরাপদ হবে? অস্ট্রেলিয়ার এড্রেস দিলেওতো তা বাংলাদেশেরি আইপি। আইপি হাইড করলেও নাকি রিস্ক, শুনেছি একাউন্ট ব্যান হয়ে যায়। আর আমি চাচ্ছি মাস্টার কার্ডটা পেতে। কিন্তু অর্ডারই দিতে পারলাম না!

    আচ্ছা odesk থেকে নাকি ফ্রি পেওনার মাস্টার কার্ড পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে সেটি আসে কত দিনে? Odesk এ আমার একাউন্টও আছে। প্রোফাইল ৭৩%। (আমি দিনাজপুরে থাকি)।

    *আমি পেমেন্ট এর ব্যাপারে কোনো রিস্ক নিতে চাইনা।
    আপনাকে আবারো ধন্যবাদ মাহমুদুল ভাই।

AMI RAR FILE OPEN KORTE PARSINA PLEASE HELP ME….PLEASE HELP ME….PLEASE HELP ME..

    আপনি winrar বা winzip sofware ব্যবহার করেন। গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন।

Odesk এ আমার একাউন্টও আছে। কিন্তু এখন পযর্ন্ত কোন কাজে বিড করি নাই, কারন আমি আমার নিরাপত্তা প্রশ্নের উত্তর হারিয়ে ফেলেছি। আমি আমার হারানো মানে ভুলে যাওয়া নিরাপত্তা প্রশ্নের উত্তর কিভাবে পেতে পারি? আর নিরাপত্তা প্রশ্নের উত্তর কি টাকা তোলার সময় কোন সমস্যা করবে? বিস্তারিত জানালে আমি সহ অনেকের ই সুবিধা হবে।

    আমার জানামতে নিরাপত্তা প্রশ্নের উত্তর টাকা তোলার সময় কোন সমস্যা করবে । নতুন একটা প্রোফাইল খুললেই ভালো হবে যেহেতু একটা কাজও করে রিভিউ পান নাই।

keu ki amake verified paypal account manage kore dite parbe???I will pay him ofcourse.

বাংলাদেশি পে-পাল আইডি বলতে কি বুঝাচ্ছেন দিহান ভাই? paypalbd থেকে করা?

    Dihan vai: account ki blocked kore deya hoyese???naki unblocked???ei porjonto koto transact kosen???

    mail me here:

    [email protected]

    খুব বেশী ডলার আনা নেয়া না করলে আনভেরিফাইড আন্সাপোর্টেড দেশের আই পি তে ঝামেলা তেমন করে না। যেমন আমি ৩ মাস আগে পেপালে অস্ট্রেলিয়ার কোন অ্যাড্রেস দিয়ে পেপাল আই ডি খুলে ১ সপ্তাহ আগে ওডেস্ক থেকে উইথড্র করলাম। এখন কছু ডলার পড়ে আছে। আর আমি আই পি হাইড সফট ও ব্যাবহার করি নাই।

Level 0

সায়েম ভাই,আপনার employer আপনাকে freelancer এর মাদ্ধমে আর টাকা দিতে পারছেনা সম্ভবত freelancer এ ১০% বেশি charge দিতে আপত্তি আছে বলে।যাই হোক আপনি একটা paypal account করে ফেলতে পারেন।unverified id দিয়ে টাকা তুলেছে এমন অনেকের সাথে আমার কথা হয়েছে।আপাতত টাকাটা তার কাছ থেকে নিয়ে নিন।তারপর বাংলাদেশি কারো verified account এ টাকা পাঠিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নিতে পারেন।টিটীতে এরকম অনেক টিউনার পাবেন জারা paypal $ কিনতে চায়।মাস্টারর কার্ড ফ্রী তে হয়ত আপনি পাবেন কিন্তু এক্টিভ করতে ১০-২০ ডলার,প্রতি মাসে ৭ ডলার & টাকা তুলতে ২ ডলার লাগে।এবার আপনি ই চিন্তা করেন মাস্টার কার্ড ব্যবহার করবেন কিনা!

    মাহমুদুল ভাই ও Masud Rana ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।

    আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করি তাহলে। এখন ডলার না নিলে পরে আবার আম ছালা দুইটিই হারাতে পারি!!

Level 0

আবু সায়েম ভাই,
আপনে চাইলে আমার পে পাল এ ডলার ট্রান্স পার করে আমার কাছ থাকে টাকা নিয়ে নিতে পারেন।
মোবাইল ঃ ০১৭১১৯৫৯৯৫৮