ফায়ারফক্স সম্পর্কে একটু সাহায্য প্রয়োজন।

আমি একটি কঠিন সমস্যায় পড়েছি। বর্তমানে নেটে ফায়ারফক্সের নতুন ভার্সন এসেছে। ফায়ারফক্সের নতুন ভার্সনটি হলো- ৫.০.১। এটি সেটআপ দেয়ার পর আইডিএম এর এডঅনটি আর কাজ করছে না। তাই আমি ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং সাইট হতে ভিডিও ভাইল ডাউনলোড করতে পারছি না। দয়া করে একটি সাহায্য করবেন প্লিজ, কিভাবে এই সমস্যা হতে বাচতে পারি। তাহলে খুবই কৃতজ্ঞ হবো।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধু IDM কেন কোন Add-ons ই কাজ করবে না । এখন আপনার অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই …… যতক্ষণ না পর্যন্ত IDM আপডেট করে !! :mrgreen: আপনি কি IDM – 6.06 ভার্সনটি ব্যবহার করেছেন ?? যদি না করে থাকেন তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে দেখেন কাজ হয় কিনা ……… !! 😛

http://mirror3.internetdownloadmanager.com/idman606b.exe

    তরঙ্গ ভাই হাসালেন। এটা দেখেন https://www.techtunes.io/download/tune-id/62022/

    মস্ত জ্ঞানীদের .. !! :mrgreen: সাধারণ মানুষের কথায় হাসি আসতেই পারে …. !! :mrgreen: ভাই আপনি অনেক অনেক জানেন !! নিচের Add-ons টি আমার মজিলা ফায়ারফক্স ৪.০ তে ইনষ্টল হচ্ছে কিন্তু ঠিকভাবে কাজ করছে না । 🙁

    http://releases.mozilla.org/pub/mozilla.org/addons/1433/extended_statusbar-1.5.7-fx.xpi

    এর বিকল্প আমার কাছে রয়েছে কিন্তু এটিই আমি ব্যবহার করতে চাই । আপনি এই Add-ons টিকে আপডেট করে দিন …..

    আপনার আপডেটের অপেক্ষায় রইলাম …………………………. :mrgreen: :mrgreen:

    অ্যাড-অন ডেভলপ করার মত জ্ঞান থাকলে তো এখানে ওখানে পোস্ট না দিয়ে নিজেই কিছু একটা করতাম। আর আমি ওই বিশেষ অ্যাড-অন নিয়ে বলিনি। মিঃ রাকিবুল হাসানের সমস্যা ছিল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে। আমি শুধু সেটাই সলভ করেছি। তাই বলে আমি যে সব পারি তা তো না! সব যায়গাই যুক্তি খাটানো যায়না। আপনিও পারলে বাংলালায়নের মডেমটা লিনাক্স কার্ণেলে মার্জ করে দিন প্লিজ।

    লিনাক্স ব্যবহার করেছিলাম সেই ১৯৯৯ সালে । তারপর থেকে লিনাক্সের রুচিটা নেমে গেছে পায়ের তলায় …. !! :mrgreen: লিনাক্সের কথা বললে আমি এখন পায়ের তলা থেকে সেটা দিতে পারি ……. সেটা কি দিব …. !! 😈

    ভাইজান রাগ করতেসেন মনে হইতেসে। ক্ষ্যান্ত দেন।

    তরঙ্গ ভাই পায়ের তলা থেকে হলে সেখান থেকেই এনে বলে দেন কেমনে বাংলালায়ন ইউএসবি মডেমটা লিনাক্সে চালাব।

    হা হা হা হা হা ………………………. হা হা হা হা ……………. হা হা হা …………… ভাই আমি হাসতে হাসতে মাটিতে পড়ে যাইতেছি ………… হা হা হা …………. !!! :mrgreen: :mrgreen: :mrgreen: হায়রে………. !! …… একাবিংশ শতাব্দীর অপারেটিং সিষ্টেম যার কারণে মানুষকে এত নিচে নামতে হয় ………. !!! :mrgreen: :mrgreen: :mrgreen: হা হা হা ……. !! এই নেন ভাই আমার পা – একখানা নয় দুই খানাই নেন ………… হা হা হা হা …………….. !!! mrgreen: :mrgreen: :mrgreen:

Vai apni dekhi somoyer cheya egia.apni doya kore firefox 5.0.1 kothay paichen ektu link dia janan.

    ৫.১ বেটা বের হয়েছে ভাই

এই টিউন দেখেন https://www.techtunes.io/download/tune-id/62022/

কাজ করলে জানাবেন 🙂