পেন ড্রাইভকে বুটেবল বানানো সংক্রান্ত সাহায্য চাই…

সফটওয়্যার ছাড়া পেন ড্রাইভকে উইন এক্সপি, উইন ৭ এর বুটেবল বানিয়ে পিসিতে সেটাপ করা টেকটিউনসের মাধ্যমে আগেই শিখেছি। তাই ধন্যবাদ টেকটিউনস এবং এর সকল টিউনারদের।

১। এখন আমি চাইছি সফটওয়্যার ছাড়া পেন ড্রাইভকে হিরেন বুটেবল বানিয়ে ব্যবহার করতে। আমার হার্ড ড্রাইভে হিরেন বুট সিডি নামানো আছে কিন্তু সিডি করা নাই। এখন কোন সফটওয়্যার ছাড়া হিরেন বুট সিডি কে পেন ড্রাইভে বুটেবল বানাতে চাই। এটা কি সম্ভব? কেউ জানলে সাহায্য করবেন প্লিজ।

২। পেন ড্রাইভকে একই ভাবে হিরেন বুটেবল এবং উইন এক্সপি বা উইন ৭ এর বুটেবল বানানো যায় কি না, কেউ জানলে সাহায্য করুন প্লিজ।

Level 0

আমি moonnir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

so simple...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজ ৭ এর জন্য

প্রথমে Accessories থেকে Command prompt টা Run as administrator হিসেবে ওপেন করেন। অথবা command prompt টা Ctrl+Alt+Enter চেপে ওপেন করেন। তারপর নিচের কোড লিখেন

DISKPART
LIST DISK

আপনার হার্ডডিস্ক Disk 0 আর USB Drive টা Disk 1 দেখাবে। বেশি পেন ড্রাইভ থাকলে Disk 2, 3 এভাবে আসবে। পাশে সাইজ লিখা থাকবে। ওটা দেখেই বুঝবেন। তারপর লিখুন

SELECT DISK 1
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS QUICK
ASSIGN
EXIT

এবার কমান্ড উইন্ডো ক্লোজ করে দিন। তারপর উইন্ডোজ এর ডিভিডি ঢোকান। ধরুন ডিভিডি ড্রাইভ হল G. আর আপনার পেন ড্রাইভ H. তাহলে আবার প্রথম নিয়মে Command prompt ওপেন করে লিখুন

G: CD BOOT
CD BOOT
BOOTSECT.EXE /NT60 H:

ব্যাস! কাজ শেষ। এবার উইন্ডোজ এর ডিভিডি পুরাটা পেন্দ্রিভে এ কপি করে পিসি রিস্টার্ট দিন। F10 বা Del চেপে ইউএসবি বুট করে দেখুন, উইন্ডোজ সেটআপ নিবে। 🙂

Read more: https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/65298/#ixzz1LaUkXXm0

ভাইয়া আমি পারব আমি নিজেই hiren boot cd পেনড্রাইভের মাধ্যমে বুট করেছিলাম । এ জন্য আপনাকে কয়েকটি ফাইল ডাউনলোড করে নিতে হবে। আমি ২-১ দিনের মধ্যেই এই বিষয়ক একটা টিউন লিখব । আরও আগে জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন 01736258499—–01195246232

আমার পোষ্টে সমাধান দেখুন।
ভাইয়া এই লিংকটা দেখুন
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/68142/