আর্টিকেল রাইটার দরকার!

টিউন বিভাগ সাহায্য/জিজ্ঞাসা
প্রকাশিত
জোসস করেছেন

ইংরেজিতে (মোটামুটি ভালো হলে ট্রেনিং এর ব্যাবস্থা আছে) ভাল কিছু ফ্রিল্যান্সার লাগবে। আমি মুলত ওডেস্কে আর্টিকেল লিখার কাজ করি।

বিগত কিছু দিনে আমাকে অনেকগুলো প্রোজেক্টে না করতে হয়েছে সময়ের অভাবে। আমি ওডেস্কে নতুন তাই অল্প রেটে কাজ করি।যারা আমার সাথে অল্প রেটে কাজ করতে আগ্রহি তারা যোগাযোগ করতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস সামনের মাস থেকেই আমরা ভালো রেটের কাজ পাবো। আমার

জিটক আই ডি হল [email protected]

ইয়াহু মেসেঞ্জার আই ডি [email protected]

লাইভ আই ডি হল [email protected]

আমাকে আপনার সম্বন্ধে কিছু লিখে মেইল করতে ভুলবেন না যেন। আপনি আপনার লেখা লেখির কয়েকটা সেম্পল পাঠাবেন অবশ্যি। আপনার যদি ezine, triond, hubpage, squido এ প্রকাশিত কোন আর্টিকেল থাকে তবে লিঙ্ক দিবেন।

কারো এডসেন্স একাউন্ট লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইংশাল্লাহ ২৪ ঘন্টায় আপনি এডসেন্স ভেরিফিকেশন মেইল পেয়ে যাবেন।

Level 0

আমি Blogger O। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai amer add sense dorker.
Ami 2 bar addsense khultay befol hoisy ki korbo????????
help me………………………

    Level 0

    শেক্সপিয়ার বলেছেন দুই বার না পারিলে দেখ বিশবার। আপনার বিশবার দেখতে হবে না আরো দুই তিন বার চেষ্টা করেন। এবার একটু নতুন কিছু করতে চেষ্টা করুন। মৌলিক কিছু লিখুন অবশ্যই ইংরেজিতে। গ্রামার বানান এর ব্যাপারে সচেতন থাকুন। কিছু নিয়মিত ভিসিটর লাগবে ।
    একটু ভাবেন তো। আমি পারলে আপনি পারবেন না কেন ? আমাকে এডসেন্সের জন্য দীর্ঘ ৫ মাস অপেক্ষা করতে হয়েছিল এখন আমার এক দিন ও অপেক্ষা করতে হয় ন। মনে রাখবেন বিফল না হলে সফল হওয়া যায় না।
    আমাকে ফেইসবুকে পাবেন [email protected]…. আর হা, হতাশ হবেন না

Level 0

ভাইয়া গুগল আপনাকে এডসেন্স না দিলে গুগলেরই বেশি ক্ষতি। গুগল চায় সবাইকে এডসেন্স দিতে। এডসেন্স না দিলে গুগল টাকা কামাবে কই থেকে? আসল কথা হল গুগল কর্তিপক্ষ এডসেন্স দেয় যারা মৌলিক লেখা লেখে তাদের। আপনি যদি মৌলিক লেখা লেখেন তবে গুগল আপনাকেই খুজছে। আপনার কষ্ট করে গুগল কে খুজতে হবে না।

বাংলাদেশে কিছু দিন আগেও কপি পেস্ট করা ব্লগে এডসেন্স দিয়েছে গুগল। তবে বাঙালীরা যেটা একবার ধরে ঐটা ***** করে ফেলে। এডসেন্সের নীতিমালা বিরোধী যত কাজ আছে কিছু করতে বাকি রাখে নাই। পর্নো ছবি, অতিরিক্ত কপি পেস্ট এবং এধরনের আরও কিছু কাজ বাঙালিদের গুগলের কাছে অপরাধীতে পরিণত করেছে। এজন্যই এডসেন্সের জন্য এত কাঠখর পোড়াতে হবে আমাদের। পাইওনিয়ার কার্ডের বেলায় ও এক ই কথা প্রযোজ্য। এ দিক দিয়ে আমরা অবশ্যই আমাদের বড় ভাইদের দোষ দিতে পারি।

আপনি যদি মৌলিক লেখা লেখি তে দক্ষ হন এডসেন্স নিয়ে চিন্তা করতে হবে না। আর একন্তই না পারলে আপনার হয়ে লেখা লেখির কাজটা না হয় আমিই করে দিব। তবে আপনি নিজে চেষ্টা করুন আগে। আমার এডসেন্স এপ্রুভ করতে ২৪ ঘন্টার বেশি লাগে না (শেষবার ১২ ঘন্টায় করেছি)।

Level 0

Vay Apner [email protected] mail ta te mail koreci feed back dile Khusi Hobo