আমার কম্পিউটারটি একটি এরোর মারচে কারো কাছে এর সমাধান আছে কি

আমার কম্পিউটারটি গতকাল সেট আপ দিলাম তারপর কেন এরোর মারছে বুঝতে পারছি না কম্পিউটার কিছুক্ষণ চলার পর এরোর মারে আর কম্পিউটার হ্যাঙএর মত হয়ে যায়। ব্রাউজার এবং ভিবিন্ন প্রোগ্রাম অন্যরকম হয়ে যায় কারো কাছে এর সমাধান জানা থাকলে খুব দ্রুত জনান
আমি এক্সপি ইউজ করি।

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইরাস! আপনার পিসিতে ক্যাসপার স্ক্যাই এন্টিভাইরাস সেটআপ দিয়ে স্ক্যান করুণ।

আমার কাছে মনে হয় পিসিতে ভাইরাস আছে । আমি কিন্তু কোন এন্টিভাইরাস ব্যাবহার করি না। কারন আমি মনে করি নিজে যদি একটু চেষ্টা করেন তাহলে নিজে পারেবন । আপনি আবার নতুন করে সেট আপ দিন এবং Start এ কিল্কি করে setting এ যান এবং Control Panel এ গিয়ে Folder Options গিয়ে আপনি হিডেন শো করান। তার পর আপনি Address বার থেকে সব গুলো ডাইভ অপেন করে ভাইরাস গুলো মারবেন আসা করি আপনার কম্পিউটার থেকে ভাইরাস বিদায় নিবে। ও আরা হা আপনি সব সময় Address বার থাকে যে কোন ডাইভ অপেন করা বেন তা হলে আপনি নিজেই ভাইরাস দেখতে পারবেন তার আগে আপনা কে হিডেন সব সময় শো থাকতে হবে। এরপর দেখেবন আপনি নিজেই এন্টিভাইরাস হয়ে গেছেন। ভাল থাকবেন।

ভাই আপনি যা করতে পারেন- Start-এ click- করুন Run-এ click- করুন তারপর টাইপ করুন msconfig । এরপর OK করুন (একটি ডায়লগ বক্স আসবে) Startup -এ click- করুন, এখান থেকে svchost.exe টি কে Uncheck – করুন , Apply- করুন, Close- করুন, Restart -এ click- করুন।

××××ভাই আমি যা বললাম করে দেখেন আশা করি আল্লাহর রহমতে হবে ।××××