সবার আগে টেকটিউন্সের সকল নিয়মিত টিউনারদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি এখানে একজন নিয়মিত পাঠক
কিন্তু আপনাদের তুলনায় সে রকম কিছু নতুন করে জানিনা তাই টিউন করিনা অথবা করতে লজ্জা হয়। তাই নিয়মিত
আপনাদের থেকেই সাহায্য,টিপ্স নেই।
কয়েকদিন যাবত খুবই বিপদে আছি, এবং এর জন্য চেনা পরিচিত কেউই আমাকে সেরকম কোন সাহায্য করতে পারে নি।। কিছুদিন আগে আমার পিসিতে নতুন করে অপারেটিং সিস্টেম সেটাপ দেই। তারপর থেকেই একটা সমস্যায় পরেছি আর সেটা হল পিসি তে কোনো পেনড্রাইভ ঢুকালেই একটা মেসেজ দেখাচ্ছে যে "This drive can perform faster if
you connect it into a USB 2.0 port."
পিসির ফ্রন্ট বা রিয়ার সাইড যে দিকেই পেন্ড্রাইভ লাগাই না কেন এই একই মেসেজ দেখাচ্ছে, প্রথম ভেবেছিলাম হয়তো আমার পেন্ড্রাইভে সমস্যা কিন্তু পরে দেখি যে পেন্ড্রাইভে সমস্যা নেই। কেসিং খুলে সকল কানেকশন নেড়ে চেড়ে দেখেছি কিন্তু কোন কাজ হচ্ছেনা। তারপর পেন্ড্রাইভের ড্রাইভার আপডেট দিয়েছি এরপরও কাজ হচ্ছে না। ফলশ্রুতিতে আমার পিসিতে কপির স্পিড উল্লেখযোগ্য হারে কমে গেছে, একটা দেড় জিবি মুভি কপি হতে আগে যেখানে সর্বোচ্চ ৫মিনিট সময় নিত এখন সেখানে ৩০ মিনিট বা তারো বেশি সময় নেয়।
আমি এর কোনো সমাধান খুজে পাচ্ছিনা, এখানে দেখি অনেক জ্ঞানী টিউনার ভাইয়েরা টিউন করেন, তাই আপনাদের শরনাপন্ন হলাম, আশা করি বিপদ্গ্রস্থকে খালি হাতে ফিরিয়ে দিবেন না।
আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তো সব সময় এই নটিফিকেশনটা ইগনোর করেছি… ব্যাপার না..আপনার এমন কেন?