Usbflashcopy (সাহায্য দরকার)

সবাই কে সালাম জানিয়ে  আমি আমার জীবনের প্রথম টিউনটি প্রকাশ করলাম।

আমি অনেক বিপদে পরে আপনাদের সাহায্য পার্থনা করছি। আমি জানি এখানে অনেক talented people আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি । আমার সমস্যা উল্লেখ করার আগে usbflashcopy সম্পর্কে কিছু বর্ণনা করি:

usbflashcopy v1.5: এটি একটি ছোট ইউটিলিটি যার সাহায়্যে pendrive খেকে Data Automatically Hard Drive এ নেওয়া যায়। এর দুইটি ভার্সন আছে একটা Normal এবং একটা silent । Normal ভার্সন টা ফ্রি কিন্তু সমস্যা হলো এতে Pendrive ঢুকানোর সাথে একটা DialogBox আসে যাতে Backup Folder এর জন্য অনুমতি চায় এবং Silent ভার্সন কোন প্রকার ঝামেলা ছাড়াই সরাসরি নিদিষ্ট  Folder এ ফাইল কপি করে। কিন্তু সমস্যা হলো Silent ভার্সনটা ৩৯ ডলার দিয়ে কিনতে হয়। আমি কয়েক দিন যাবত চেষ্টাকরেও তেমন কোন সুবিধা করতে না পেড়ে আপনাদের সরনাপন্ন হলাম।

কেউ যদি দয়া করে usbflashcopy v1.5  এর Silent ভার্সনে  Registration Key বা keygen বা serial অথবা crack patch  অথবা অন্য কোন স্যফটওয়ার সাহায্যে এধরনের কাজ করা যায় তার সন্ধান জানাতে পারলে খুব উপকৃত হব।

কষ্টকরে টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং প্রথম টিউনার হিসেবে ভুলট্টুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি।

e-mail: [email protected]

Level 0

আমি রাব্বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    এটাতো Normal version আমার দরকার silent version ।