Opera v11 এ বাংলা সমস্যা। প্লিজ হেল্প

Opera v11 এ বাংলা দেখা যায় না। এই ব্যাপারে কেউ কি সাহায্য করতে পারেনা। কিন্তু v10 এ বাংলা দেখা যেত। প্লিজ কেউ সাহায্য করুন।

বিঃদ্রঃ টেকটিউনস এ পোস্ট করাটা কি আরেকটু সহজ করা যায়? মডারেটর এর দৃষ্টি আকর্ষন করছি। আমরা প্রথমআলো ব্লগ বা সামহোয়ার ব্লগে খুব সহজে পোস্ট করতে পারি। যা এখানে একটু কঠিন এবং ঝামেলাদায়ক।

Level 0

আমি জোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে যে কোন একটি বাংলা ইউনিকোড ফন্ট ডাউনলোড করতে হবে। এরপর Xplore সফটওয়ার দিয়ে আপনার সেটের মেমরী কার্ড অথবা ফোন মেমরী অর্থাত্‍ যেখানে অপেরা 10 বা 11 ইনস্টল করেছিলেন সেখানে ঢুকবেন। যদি ফোনে Xplore না থাকে তবে ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটার দিয়ে ঢুকতে পারবেন। তারপর E:\System\Apps\OperaMobile\Fonts এ ঢুকে যতগুলো ফন্ট দেখবেন তার নাম গুলি কাগজে বা কম্পিউটারের নোটপ্যাডে লিখুন। বাংলা যেই ইউনিকোড ফন্টটি ডাউনলোড করেছিলেন তার ছয়টি কপি করে কাগজে লেখা নাম দ্বারা রিপ্লেস করুন। এবার রিপ্লেস করা ছয়টি ফন্টকে একত্রে কপি করে E:\System\Apps\OperaMobile\Fonts2 ফোল্ডারে পেস্ট করুন। সেট রিস্টার্ট দিন। ব্যাস, এবার উপভোগ করুন যুক্তাক্ষর বিহীন এলোমেলো বাংলা লেখা!!
(বিঃ দ্রঃ আমার ফন্ট ফোল্ডারে মাত্র ছয়টি ফন্ট উপস্থিত ছিল, তাই এখানে ছয়টি কপি করতে বললাম।)

কিন্তু ভাই যুক্তাক্ষর গুলো ঠিকমত আসছে না। আর ই কার গুলোও উল্টাপাল্টা

Level 0

Opera Software এর Settings এ একটি option থাকার কথা যেটি যেকনো Font [Unicode না হলেও সমসসা নেই ] কে Bitmap Image এ Convert করে দেখায়.
সে Option টি Enable করে দেখতে পারেন.

আমার মোবাইল নষ্ট তাই আপনাকে সম্পূর্ণ Settings টি বলতে পারলাম না